Mutual Fund: মাত্র ৯ মাসেই বিনিয়োগ দ্বিগুণ, দারুণ মুনাফা দিয়েছে এই ফান্ড
কম সময়ে দুরন্ত রিটার্ন দিয়েছে এই ফান্ড। মাত্র ৯ মাসের মধ্যেই বিনিয়োগকে দ্বিগুণ করেছে এই মিউচুয়াল ফান্ড। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯ মাসের মধ্যেই এই ফান্ড থেকে ১০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। পকেট ভরেছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
ফান্ডের নাম এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটিই এখন দেশের একমাত্র প্রতিরক্ষা খাতের সক্রিয় মিউচুয়াল ফান্ড বলা চলে। ছবি- ফ্রিপিক
এই ফান্ডে গত তিন মাসে এসেছে প্রায় ৪০ শতাংশ রিটার্ন। আর ৬ মাসের হিসেবে এই ফান্ড থেকেই ৫৫.১৬ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ছবি- ফ্রিপিক
আর এক বছরের মেয়াদে এইচডিএফসির এই ফান্ড থেকেই বিনিয়োগকারীরা পেয়েছেন ১৩০.৪৪ শতাংশের মুনাফা। ছবি- ফ্রিপিক
ফান্ড যখন থেকে শুরু হয়েছে সেই সময় থেকে এই ফান্ডে যদি কেউ ১০ হাজার টাকার এসআইপি করে থাকেন, তাহলে তিনি আজকে পাবেন ২.২৮ লক্ষ টাকা। ছবি- ফ্রিপিক
আর একই সময়ের মেয়াদে কেউ যদি ১ লক্ষ টাকা লাম্পসাম বিনিয়োগ করেন, তাঁর বিনিয়োগের মূল্য এখন দাঁড়াবে ২.৪৫ লক্ষ টাকা। ছবি- ফ্রিপিক
এই ফান্ডের পোর্টফোলিওতে আছে ২০টি স্টক এবং হিন্দুস্তান এরোনটিক্সের স্টকে সবথেকে বেশি স্টেক রয়েছে এই ফান্ডে। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -