Mutual Fund: মাসে ১০ হাজার জমিয়ে ৩ বছরেই ৬ লাখ রিটার্ন ! কর বাঁচিয়েও বিপুল মুনাফা এই ৩ ফান্ডে
ELSS Fund: ELSS ক্যাটাগরিতে এক বছরে ৪১.৭৫ শতাংশ, তিন বছরে ১৯.৭৯ শতাংশ এবং ৫ বছরে ১৯.৪৯ শতাংশ রিটার্ন মিলেছে। এগুলিকে বলা হয় ট্যাক্স সেভিং ফান্ড। এতে ৩ বছরের লক-ইন পিরিয়ড থাকে।
ছবি- ফ্রিপিক
1/10
দুরন্ত রিটার্নও পাবেন, আবার তার সঙ্গে বাঁচবে করও। এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে অনেক লাভ পাবেন বিনিয়োগকারীরা। ছবি- ফ্রিপিক
2/10
এগুলিকে বলা হয় ট্যাক্স সেভিং ফান্ড বা ELSS ফান্ড। এটি ইকুইটি মিউচুয়াল ফান্ডেরই একটি ধরন যাতে ৩ বছরের লক-ইন পিরিয়ড থাকে। ছবি- ফ্রিপিক
3/10
তবে এমন বেশ কিছু ফান্ডে ৩ বছরের মধ্যেই দিয়েছে বিপুল রিটার্ন। টাকা হয়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। ছবি- ফ্রিপিক
4/10
ELSS ক্যাটাগরিতে এক বছরে ৪১.৭৫ শতাংশ, তিন বছরে ১৯.৭৯ শতাংশ এবং ৫ বছরে ১৯.৪৯ শতাংশ রিটার্ন মিলেছে। ছবি- ফ্রিপিক
5/10
এর মধ্যে সবথেকে বেশি রিটার্ন এসেছে SBI Long Term Equity Fund Direct Plan-এ। এতে মিলেছে ১৭.৯৪ শতাংশ রিটার্ন ১১ বছরের হিসেবে। ছবি- ফ্রিপিক
6/10
এসবিআইয়ের এই ফান্ডে মাসে ১০ হাজার টাকা জমালে ৩ বছরে রিটার্ন পেতেন ৬ লাখ ১৯ হাজার ৪৮২ টাকা। ছবি- ফ্রিপিক
7/10
এরপরে Quant ELSS Tax Saver Fund Direct Plan-এ মাসে ১০ হাজার টাকা জমিয়ে মিলেছে ৫ লাখ ৯৮ হাজার ৪৩০ টাকা, তাও মাত্র ৩ বছরে। ছবি- ফ্রিপিক
8/10
সবশেষে আছে Motilal Oswal ELSS Tax Saver Fund Direct Plan যেখানে ১০ হাজার টাকার SIP-তে রিটার্ন মিলেছে ৬ লাখ ১৫ হাজার ৬৯ টাকা। ছবি- ফ্রিপিক
9/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 29 Jun 2024 01:19 PM (IST)