Mutual Fund: ১০ হাজারের SIP-তে ৫ বছরেই ১৫ লাখ রিটার্ন ! এই ৩ ফান্ডে বিপুল মুনাফা
Multicap Fund: বেশ কিছু ফান্ড আছে যারা মাল্টিক্যাপ ক্যাটাগরিতে পড়ে। এই ফান্ডগুলি লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করে। এদের মধ্যে ৩টি ফান্ড বিগত ৫ বছরের SIP-তে দারুণ রিটার্ন দিয়েছে।
এই ৩ মাল্টিক্যাপ ফান্ডে বিপুল রিটার্ন দিয়েছে
1/10
মিউচুয়াল ফান্ডেই এখন বেশিরভাগ মানুষ SIP করছেন বেশি রিটার্নের আশায়। কিছু কিছু ফান্ডে বিপুল রিটার্নও দিয়েছে। ছবি- ফ্রিপিক
2/10
এদের মধ্যে বেশ কিছু ফান্ড আছে যারা মাল্টিক্যাপ ক্যাটাগরিতে পড়ে। এই ফান্ডগুলি লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করে।
3/10
এদের মধ্যে এরকম ৩টি ফান্ড রয়েছে যারা বিগত ৫ বছরের SIP-তে দারুণ রিটার্ন দিয়েছে। বার্ষিক ৩৩-৩৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
4/10
এর মধ্যে প্রথমেই আছে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড ডিরেক্ট প্ল্যান যেখানে মাসে ১০ হাজারের SIP করলে প্রায় ১৫ লাখ রিটার্ন এসেছে ৫ বছরে।
5/10
৫ বছরের হিসেবে এই ফান্ডে ৩৩.৫১ শতাংশ বার্ষিক হারে রিটার্ন দিয়েছে। ন্যূনতম ১০০০ টাকা দিয়েই এখানে SIP করা যায়।
6/10
এরপরে আছে নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড ডিরেক্ট প্ল্যান। এখানে ৫ বছরে ১০ হাজারের SIP-তে মিলেছে ১৪ লাখের রিটার্ন।
7/10
৩৫.৫৬ শতাংশ বার্ষিক হারে রিটার্ন মিলেছে এই ফান্ডে। HDFC ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এগুলি এই ফান্ডের প্রধান স্টক।
8/10
সবশেষে আছে মহিন্দ্রা ম্যানুলাইফ মাল্টিক্যাপ ফান্ড ডিরেক্ট প্ল্যান যেখানে ১০ হাজারের SIP হয়ে গিয়েছে ৫ বছরে সাড়ে ১৩ লাখ টাকার কাছাকাছি।
9/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। ছবি- ফ্রিপিক
Published at : 12 Jul 2024 02:49 PM (IST)