Mutual Fund: ৯ মাসেই ৫০ শতাংশেরও বেশি রিটার্ন এই ৫ ফান্ডে, পকেট ভরেছে বিনিয়োগকারীদের
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকেই এখন আপামর মানুষ ঝুঁকছেন। এই ধরনের বিনিয়োগে ঝুঁকি আছে, কিন্তু তাঁর সঙ্গে রিটার্নও বেশি মেলে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাঙ্ক এফডি বা পোস্ট অফিসের থেকে অনেক গুণে বেশি রিটার্নের আশায় এই মিউচুয়াল ফান্ডে এখন বাড়ছে বিনিয়োগ। ছবি- ফ্রিপিক
শত শত ফান্ডের মধ্যে বেশ কিছু ফান্ড নির্দিষ্ট মেয়াদে দারুণ রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীদের। এমনই ৫ ফান্ডের নাম করা যায়। ছবি- ফ্রিপিক
এই ৫টি ফান্ডে মাত্র ৯ মাসের মধ্যেই ৫০ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে গত বছরে। এর মধ্যে স্মলক্যাপ, মিডক্যাপ ফান্ডও রয়েছে। ছবি- ফ্রিপিক
তালিকার সবার উপরে আছে কোয়ান্ট ভ্যালু ফান্ড যেখানে মাত্র ৯ মাসের মধ্যে এসেছে ৬৩.৮১ শতাংশ রিটার্ন। ছবি- ফ্রিপিক
এরপরেই রয়েছে আইটিআই মিডক্যাপ ফান্ড। এই ফান্ডে ৯ মাসেই বিনিয়োগকারীরা পেয়েছেন ৬০.২৭ শতাংশ মুনাফা। ছবি- ফ্রিপিক
মিডক্যাপ ক্যাটাগরির আরেকটি ফান্ডেও একইভাবে ৯ মাসে ৫৪.৯২ শতাংশ রিটার্ন এসেছে। ফান্ডের নাম মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড। ছবি- ফ্রিপিক
ইনভেসকো ইন্ডিয়া ফোকাসড ফান্ড একই সময়ের মেয়াদে বিনিয়োগকারীদের ৫৪.৮৬ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। ছবি- ফ্রিপিক
আর এই তালিকার সবার শেষে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডে বিনিয়োগে ৫৩.৮৩ শতাংশ রিটার্ন এসেছে। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -