South Bengal Weather : গভীর নিম্নচাপের আশঙ্কা, প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে শহর থেকে জেলা, ৯ জায়গায় সতর্কতা
আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে শহর থেকে জেলা, ৯ জায়গায় সতর্কতা
1/9
অবশেষে প্রবল হল বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে।
2/9
বুধবার বেলা গড়াতে না গড়াতেই দফায় দফায় বৃষ্টি চলছে শহরে। এবার আরও স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। তার জেরে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3/9
আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। সেই সঙ্গে কালো মেঘে আকাশ ঢাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে দুর্যোগের সঙ্কেত নেই।
4/9
আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5/9
ধীরে ধীরে অবস্থা ভাল হচ্ছে উত্তরবঙ্গের। প্রকৃতির তাণ্ডব রূপ এখন দেখা যাচ্ছে না বড়। তবে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
6/9
প্রায় একমাস পর কালিম্পঙে খুলল ১০ নম্বর জাতীয় সড়ক। কালিম্পং-সিকিম-শিলিগুড়ির মধ্যে শুরু হল যান চলাচল।
7/9
কখনও জাতীয় সড়কের ওপর দিয়ে বইছিল তিস্তার জল। রাস্তা মেরামত করা হলেও, তা ধুয়ে যাচ্ছিল। তবে প্রায় একমাস পর ১০ নম্বর জাতীয় সড়ক খুললেও, আপাতত শুধু ছোট গাড়িই চলাচল করবে।
8/9
পরশু শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়। এই দুই দিন পশ্চিমের জেলা আনুপাতিক কিছুটা বেশি বৃষ্টি পাবে।
9/9
কলকাতার প্রায় সব এলাকাই বৃষ্টি পাবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। বাতাসে ৯৫ শতাংশের কাছাকাছি জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে দিনভর প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে।
Published at : 31 Jul 2024 04:11 PM (IST)