Mutual Fund: বেঞ্চমার্ককে টপকে দুরন্ত রিটার্ন এনেছে এই লার্জক্যাপ ফান্ডগুলি, আপনার বিনিয়োগ ছিল ?
Large Cap Funds: লার্জ ক্যাপ ফান্ডগুলি তাঁদের বিনিয়োগের ৮০ শতাংশ বাজারের বড় বড় শেয়ারগুলিতে বিনিয়োগ করে থাকে। কিছু কিছু লার্জক্যাপ ফান্ড বেঞ্চমার্কের থেকেও অনেক বেশি রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের।
ছবি সৌজন্য- ফ্রিপিক
1/10
বাজারে সরাসরি শেয়ারে অনেকেই বিনিয়োগ করতে পিছপা হন। সময়ের অভাব, অভিজ্ঞতার অভাব বড় কারণ। ছবি- ফ্রিপিক
2/10
তাঁদের জন্য রয়েছে মিউচুয়াল ফান্ড। নানারকম ফান্ডের মধ্যে লার্জ ক্যাপ ফান্ডগুলিতে তুলনায় ঝুঁকি অনেক কম। ছবি- ফ্রিপিক
3/10
দেশের সমস্ত বড় বড় সংস্থার শেয়ারে এই ফান্ডগুলি বিনিয়োগ করে থাকে। ফলে রিটার্ন যেমন ভাল পাওয়া যায়, তেমনি ঝুঁকিও তুলনায় অনেক কম থাকে। ছবি- ফ্রিপিক
4/10
লার্জ ক্যাপ ফান্ডগুলি তাঁদের বিনিয়োগের ৮০ শতাংশ বাজারের বড় বড় শেয়ারগুলিতে বিনিয়োগ করে থাকে। দেখা গিয়েছে, কিছু কিছু লার্জক্যাপ ফান্ড বেঞ্চমার্কের থেকেও অনেক বেশি রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
5/10
বিগত ১ বছরে এই সমস্ত ফান্ডগুলি বিনিয়োগকারীদের ৪০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। সেনসেক্সে যেখানে ২৫ শতাংশ মাত্র রিটার্ন এসেছে। ছবি- ফ্রিপিক
6/10
এমন ৭টি লার্জক্যাপ ফান্ডের মধ্যে রয়েছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড যেখানে ১ বছরে রিটার্ন এসেছে ৪১.৫৪ শতাংশ। ছবি- ফ্রিপিক
7/10
ইনভেস্কো ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডে ১ বছরে রিটার্ন এসেছে ৩৭.৫৯ শতাংশ। বেঞ্চমার্ককে অনেক ব্যবধানে ছাড়িয়ে গিয়েছে এই ফান্ড। ছবি- ফ্রিপিক
8/10
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্লু-চিপ ফান্ড এমনই একটি লার্জক্যাপ ফান্ড যা গত এক বছরে বিনিয়োগকারীদের ৩৭.৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে। ছবি- ফ্রিপিক
9/10
এইচডিএফসি টপ ১০০ ফান্ডে বিনিয়োগ করলে এক বছরের মধ্যেই আপনি ৩৫.০৮ শতাংশ রিটার্ন পেতেন। ছবি- ফ্রিপিক
10/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 21 Apr 2024 07:33 PM (IST)