Mahindra Scorpio N Launch: ১১.৯৯ লক্ষ টাকা থেকে দাম শুরু, দেখে নিন নতুন মহিন্দ্রা স্করপিওর ছবি

New Mahindra Scorpio-N 2022

1/8
অবশেষে ভারতে বাজারে এল নতুন মহিন্দ্রা স্করপিও এন। দুর্দান্ত চেহারার পাশাপাশি দারুণ ফিচার রয়েছে গাড়িতে। গাড়ির দাম শুরু হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা থেকে।
2/8
এই গাড়ির টপ মডেলের দাম রাখা হয়েছে ১৯.৪৯ লক্ষ টাকা। ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে এই গাড়ির বুকিং। এই দাম কেবল প্রথম ২৫,০০০ মডেল বুকিংয়ের জন্য রাখা হয়েছে।
3/8
স্করপিও এন বর্তমানে স্করপিও ক্লাসিকের নিচের বিভাগে রাখা হবে। তবে একে xuv 700 -এর নিচে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
4/8
ল্যাডার ফ্রেম চ্যাসিসের ওপর ভিত্তি করে বানানো হয়েছে এই গাড়ি। ফলে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে এই গাড়ি। অফ রোডেও দিতে পারবে মসৃণ অভিজ্ঞতা।
5/8
বর্তমান স্করপিওর তুলনায় নতুনটি বেশি বড় । এর বডি প্যানেল আরও পেশিবহুল। সামনে বড় গ্রিল থাকার কারণে গাড়ি আরও প্রিমিয়াম দেখায়। এখানে নতুন মহিন্দ্রা এসইউভি লোগো ব্যবহার করা হয়েছে। যা আমরা XUV700 এর সাথেও দেখেছি।
6/8
এখানে বড় ১৭ ও ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। গাড়িতে বর্তমান স্করপিওর মতো বক্সি নকশা রাখা হয়েছে। পিছনে নতুন টেইল-ল্যাম্পগুলির একটি সেট রয়েছে, যা অবশ্যই বর্তমানের চেয়ে বেশি আকর্ষণীয়।
7/8
৭টি বডি কালার অপশন ডিপ ফরেস্ট, নেপোলি ব্ল্যাক, এভারেস্ট হোয়াইট, রেড রেজ, ড্যাজলিং সিলভার, রয়েল গোল্ড ও গ্র্যান্ড ক্যানিয়ন রঙে পাওয়া যাবে গাড়ি।
8/8
ইঞ্জিন অপশনের ক্ষেত্রে Scorpio N-এ একটি 2.0 লিটার টার্বো পেট্রল রয়েছে, যাতে ২০০ পিএস ও ৩৮০ এনএম টর্ক রয়েছে। যা প্রতিদ্বন্দ্বীদের থেকে এই গাড়িকে এগিয়ে রাখে। এই ইঞ্জিনের গিয়ারবক্স বিকল্পগুলির মধ্যে ৬ স্পিড ম্যানুয়াল অথবা ৬ স্পিড স্বয়ংক্রিয় টর্ক কনভার্টার পাওয়া যাবে।
Sponsored Links by Taboola