Twitter Blue Tick: ট্যুইটারে ব্লু-টিক সাবস্ক্রিপশন পেতে হলে নতুন ইউজারদের অপেক্ষা করতে হবে ৯০ দিন
ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন পাওয়ার জন্য নতুন ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে এই ইউজারদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৯ নভেম্বর নতুন করে ট্যুইটারে আসতে চলেছে ব্লু-টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন।
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন করেছেন ইলন মাস্ক। সেই সঙ্গে ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাই।
ট্যুইটারে এর আগেও একবার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন চালু হয়েছিল। তবে মাঝপথেই তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার ফের তা শুরু হতে চলেছে।
ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন কেনা যাবে মাসিক ৮ ডলারের বিনিময়ে। ট্যুইটারে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস।
মূলত, জাল অ্যাকাউন্টগুলি আটকাতেই বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই পরিষেবা। শীঘ্রই নতুন করে এগুলি চালু করা হবে।
ট্যুইটারের ব্লু টিক অপশন কেনার পর বেশ কিছু সুবিধা পাবেন ইউজাররা। ফিড এবং কমেন্টের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ক্রেতারা।
এছাড়াও বড় সাইজের ফাইল আপলোড করতে সুবিধা হবে ইউজারদের। অন্যান্য আরও অনেক সুবিধা পাবেন ইউজাররা। সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট।
ট্যুইটে সার্চ করা বা রিপ্লাই করার ক্ষেত্রে ওই নির্দিষ্ট ইউজারদের প্রাধান্য দেওয়া হবে। ট্যুইট করে ইলন মাস্ক একথাও জানান, যে এবার থেকে ব্লু টিক মার্ক থাকা ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডার এবং বাকিদের মধ্যে আর পার্থক্য থাকবে না।
ট্যুইটারে যাঁরা অ্যাকাউন্টে ব্লু টিক মার্ক পয়সা দিয়ে কিনবেন তাঁরা বড় ভিডিও বা অডিও পোস্ট করার সুযোগ পাবেন। তার পাশাপাশি প্রায় অর্ধেক হয়ে যাবে বিজ্ঞাপনের সংখ্যা। এছাড়াও ট্যুইটারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক প্রকাশকদের নতুন সুযোগ দেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -