New Income Tax Bill: সংসদে পেশ হল নয়া আয়কর বিল, ট্যাক্সের খোল নলচে বদলে গেল ? জানুন ১০ বড় বিষয়
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল ২০২৫ পেশ করেছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি এই বিল অনুমোদন পেয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নয়া বিল ৬০ বছরের পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপিত করবে, কর ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে।
এই বিলে প্রথমেই একটিমাত্র করবর্ষের উল্লেখ করা হয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ারের পরিবর্তে ট্যাক্স ইয়ার পরিভাষা উল্লেখ করা হয়েছে।
নতুন ব্যবসার জন্য যেদিন থেকে শুরু হয়েছে ব্যবসা সেদিন থেকে ধার্য হবে কর বছর এবং একই অর্থবর্ষের শেষে সেই করবর্ষও শেষ হবে।
নতুন বিলে আইনি ভাষা অনেক সরলীকরণ করা হয়েছে। আইনি পরিভাষাকে অনেক সংক্ষিপ্ত করা হয়েছে।
পুরনো ৮২৩ পাতার আয়কর আইনের থেকে এখন তা কমে দাঁড়িয়েছে ৬২২ পাতায়। তবে বেড়েছে অধ্যায় ও ধারা।
পুরনো আইনে বিদ্যমান জটিল ব্যাখ্যা ও বিধানগুলি সরানো হয়েছে, যাতে মানুষ সহজেই এই আইনের ধারাগুলি অনুধাবন করতে পারে।
ভার্চুয়াল ডিজিটাল সম্পদের উপর বেশ কিছু নিয়ম আরোপ করা হয়েছে। একইসঙ্গে কর ফাঁকি রোধের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
করদাতাদের অধিকার রক্ষার্থে সনদ আনা হয়েছে। এই কর সনদ কর প্রশাসনকে অনেক স্বচ্ছ্ব করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -