সেপ্টেম্বরের পরেও কি বদলানো যাবে ২০০০ টাকার নোট ?
নোটবন্দির পরে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতীয় মুদ্রা দুনিয়ায় প্রবেশ ঘটে ২০০০ টাকার নোটের । ছবি - পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৬ সালের নভেম্বর থেকে চালু রয়েছে ২০০০ টাকার নোট। ছবি - পিটিআই
২০১৮-২০১৯ সাল নাগাদ বন্ধ করে দেওয়া হয় ২০০০ টাকার নোট ছাপানো। ছবি - পিটিআই
২০২৩ সালে ১৯ মে, RBI ঘোষণা করে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। তবে সাধারণ মানুষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে পারবে। ছবি - পিটিআই
ঘোষণা হয়, একেবারে ২০০০০ টাকা মূল্যের ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে। ছবি - পিটিআই
RBI যখন ২০০০-এর নোট (১৯ মে, ২০২৩) তুলে নেওয়ার ঘোষণা করে, তখন ৩.৫৬ লাখ কোটি টাকা মূল্যের নোট বাজারে চালু ছিল। ছবি - পিটিআই
গত ৮ জুন RBI-এর তরফে জানানো হয়, ১.৮ লাখ কোটি মূল্যের ২০০০-এর নোট ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে।ছবি - পিটিআই
সোমবার সংসদে সরকারের তরফে জানানো হয়, বাজারে এখন ০.৮৪ লাখ কোটি টাকা মূল্যের ২০০০-এর ব্যাঙ্ক নোট চালু রয়েছে। যা ২.৫১ শতাংশ। ছবি - পিটিআই
অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার সংসদে আরও জানান, সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট ব্যাঙ্কে বদলানো যাবে, এমন প্রস্তাব এখন বিবেচনাধীন নয়। অর্থাৎ নোট বদলানোর শেষ দিন সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -