সেপ্টেম্বরের পরেও কি বদলানো যাবে ২০০০ টাকার নোট ?
Rs 2000 Note Withdraw : ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিয়ে বদলে নেওয়া যাচ্ছে
নোট বদলানোর শেষ দিন কি সেপ্টেম্বরেই শেষ হচ্ছে ? ছবি - পিটিআই
1/9
নোটবন্দির পরে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতীয় মুদ্রা দুনিয়ায় প্রবেশ ঘটে ২০০০ টাকার নোটের । ছবি - পিটিআই
2/9
২০১৬ সালের নভেম্বর থেকে চালু রয়েছে ২০০০ টাকার নোট। ছবি - পিটিআই
3/9
২০১৮-২০১৯ সাল নাগাদ বন্ধ করে দেওয়া হয় ২০০০ টাকার নোট ছাপানো। ছবি - পিটিআই
4/9
২০২৩ সালে ১৯ মে, RBI ঘোষণা করে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। তবে সাধারণ মানুষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে পারবে। ছবি - পিটিআই
5/9
ঘোষণা হয়, একেবারে ২০০০০ টাকা মূল্যের ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে। ছবি - পিটিআই
6/9
RBI যখন ২০০০-এর নোট (১৯ মে, ২০২৩) তুলে নেওয়ার ঘোষণা করে, তখন ৩.৫৬ লাখ কোটি টাকা মূল্যের নোট বাজারে চালু ছিল। ছবি - পিটিআই
7/9
গত ৮ জুন RBI-এর তরফে জানানো হয়, ১.৮ লাখ কোটি মূল্যের ২০০০-এর নোট ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে।ছবি - পিটিআই
8/9
সোমবার সংসদে সরকারের তরফে জানানো হয়, বাজারে এখন ০.৮৪ লাখ কোটি টাকা মূল্যের ২০০০-এর ব্যাঙ্ক নোট চালু রয়েছে। যা ২.৫১ শতাংশ। ছবি - পিটিআই
9/9
অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার সংসদে আরও জানান, সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট ব্যাঙ্কে বদলানো যাবে, এমন প্রস্তাব এখন বিবেচনাধীন নয়। অর্থাৎ নোট বদলানোর শেষ দিন সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। ছবি - পিটিআই
Published at : 25 Jul 2023 02:15 PM (IST)