Virat Kohli: টেস্ট আবার স্বমহিমায় বিরাট, কিং কোহলির শেষ ১০ বছরের ব্যাটিং গড় কেমন?
মাঝের তিন বছর একটু ব্যাডপ্যাচ চলছিল। কিন্তু চলতি বছরে ফের টেস্ট ফর্ম্যাটে স্বমহিমায় ফিরছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর কোহলির ব্য়াটিং গড় ৫৫.৭০।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ সালে টেস্টে বিরাটের ব্যাটিং গড় ছিল ২৬.৫০। একদমই মানানসই নয়।
২০২১ সালেও খারাপ ফর্মে ছিলেন কোহলি। তিনি টেস্টে সেই বছর ২৮.২১ গড়ে রান করেছিলেন।
২০২০ সালে কোভিডের জন্য বেশি টেস্ট ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া। মাত্র ১৯.৩৩ গড় ছিল কোহলির।
তাঁর আগের পর অর্থাৎ ২০১৯ সালে নিজে ৬৮ গড়ে ব্য়াটিং করেছিলেন টেস্টে।
বিরাট কোহলি ২০১৮ সালেও ফর্মে ছিলেন। ৫৫.০৮ গড়ে ব্য়াটিং করেছিলেন তিনি।
২০১৭ সালে ৭৫.৬৪ ব্যাটিং গড়ে রান করেছিলেন কোহলি আন্তর্জাতিক টেস্ট ফর্ম্যাটে।
২০১৬ সালেও ৭৫.৯৪ গড়ে রান করেছিলেন কোহলি। টেস্টে কোনও এক বছরে সর্বাধিক গড় ছিল এটিই কিং কোহলির।
প্রাক্তন ভারত অধিনায়ক ২০১৫ সালে ৪২.৬৭ গড়ে ব্যাটিং করেছিলেন।
২০১৪ সালে বিরাটের ব্য়াটিং গড় ছিল ৪৪.৫৮। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গত ১০ বছরে শেষ তিন বছর ছাড়া ধারাবাহিক ফর্মেই রান করে গিয়েছেন কোহলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -