NPS Rule: অবসরের সময় ১ কোটি টাকা পেতে চান ? NPS-এ মাসে কত টাকা জমাতে হবে ?
ন্যাশনাল পেনশন স্কিম একটি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প যেখানে সাধারণ মানুষ মূলত অবসরকালীন ফান্ড তৈরিতে বিনিয়োগ করেন। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রকল্পের মাধ্যমে শেয়ার বাজারে অর্থাৎ ইকুইটি বাজারে বিনিয়োগ করতে পারেন সাধারণ মানুষ। ছবি- ফ্রিপিক
১৮ থেকে ৭০ বছর পর্যন্ত এই ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করা যায়। টায়ার ১ ও টায়ার ২ এই দুটি অ্যাকাউন্ট রয়েছে। ছবি- ফ্রিপিক
৬০ বছর বয়সের পর এই প্রকল্পে আপনার জমানো টাকার একটি অংশ আপনি তুলে নিতে পারবেন এবং বাকিটা যাবে অ্যানুইটিতে। ছবি- ফ্রিপিক
আয়কর আইনের ৮০ সিসিই ধারায় এই এনপিএসে বিনিয়োগের মাধ্যমে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুযোগ পাওয়া যায়। ছবি- গেটি
আপনি যদি এই এনপিএস থেকে ১ কোটি টাকা চান ৬০ বছর বয়সে তাহলে আপনাকে মাসে ৩ হাজার টাকা করে জমাতে হবে।
তবে আপনার ২৫ বছর বয়স থেকেই এই টাকা প্রতি মাসে জমালে ৬০ বছর বয়সে আপনি ১ কোটি টাকা রিটার্ন পাবেন।
তবে এর মধ্যে ৬০ লাখ টাকা আপনি তুলতে পারবেন এবং বাকি ৪০ লাখ টাকা আপনি মাসে মাসে পেনশনের রূপে পাবেন আমৃত্যু।
৬ শতাংশ অ্যানুইটি ধরলে মাসে আপনি ২০ হাজার টাকা করে এর থেকে পেনশন পাবেন আগামী ৮০ বছর বয়স পর্যন্ত।
এনপিএসে আপনি চাইলে এই অ্যানুইটিতে বেশি টাকাও রাখতে পারেন, সেক্ষেত্রে নিজেকেই এই অ্যালোকেশন করে নিতে হবে। ছবি- গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -