NPS Vatsalya: বছরে ১০ হাজার টাকা জমালেই কোটিপতি হবে আপনার সন্তান ! কী সুবিধে এই সরকারি স্কিমে

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে চালু করেছেন এই নতুন স্কিম এনপিএস বাৎসল্য যাতে সুবিধে পাবে আপনার সন্তানও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এই স্কিমে অভিভাবকরা এবার থেকে তাদের সন্তানের জন্য মাসে ন্যূনতম ১০০০ টাকা করে জমাতে পারেন। ৩ বছরের লক-ইন মেয়াদ রয়েছে এই স্কিমে।

সন্তানের ১৮ বছর বয়স হলে এই স্কিমে জমানো টাকার ২৫ শতাংশ তোলা যাবে শিক্ষা বা চিকিৎসার কারণে।
মোট ৩ বার এই স্কিম থেকে টাকা তোলা যাবে আপদকালীন ক্ষেত্রে। ব্যাঙ্ক, পোস্ট অফিস বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলা যায়।
বছরে ১০ হাজার টাকা করে জমালে সন্তানের ১৮ বছর হলে সে পাবে ৫ লক্ষ টাকা। এক্ষেত্রে মোটামুটিভাবে ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন।
এভাবেই ৬০ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১০ হাজার টাকা করে জমালে ১০ শতাংশ রিটার্নে আপনার জমানো অঙ্ক দাঁড়াবে ২.৭৫ কোটি টাকা।
১১.৫৯ শতাংশ রিটার্নে এই জমানো অঙ্কের মূল্য ৬০ বছর বয়সে গিয়ে দাঁড়াবে ৫.৯৭ কোটি টাকা। এই রিটার্নের অঙ্ক কম-বেশি হতে পারে।
আর এই স্কিমে বেশি ঝুঁকি নিলে সর্বোচ্চ ১২.৮৬ শতাংশ রিটার্ন পেলে, একই অঙ্ক ৬০ বছর বয়সে দাঁড়াবে ১১.০৫ কোটি টাকা।
এই এনপিএসের বিনিয়োগের ক্ষেত্রে চারটি ক্যাটাগরি রয়েছে। অ্যাক্টিভ চয়েস, অটো চয়েস অ্যাগ্রেসিভ, অটো চয়েস মডারেট এবং অটো চয়েস কনজারভেটিভ।
একেকটি ক্যাটাগরিতে রিটার্নের পরিমাণ একেক রকম। কনজারভেটিভ বিকল্পের ক্ষেত্রে সবথেকে কম রিটার্ন হলেও তাতে ঝুঁকি একেবারেই নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -