NPS Vatsalya: বছরে ১০ হাজার টাকা জমালেই কোটিপতি হবে আপনার সন্তান ! কী সুবিধে এই সরকারি স্কিমে

NPS Vatsalya Investment: সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে চালু করেছেন এই নতুন স্কিম এনপিএস বাৎসল্য যাতে সুবিধে পাবে আপনার সন্তানও।

এনপিএসের এই স্কিমেই কোটিপতি হতে পারে আপনার সন্তান

1/10
সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে চালু করেছেন এই নতুন স্কিম এনপিএস বাৎসল্য যাতে সুবিধে পাবে আপনার সন্তানও।
2/10
এই স্কিমে অভিভাবকরা এবার থেকে তাদের সন্তানের জন্য মাসে ন্যূনতম ১০০০ টাকা করে জমাতে পারেন। ৩ বছরের লক-ইন মেয়াদ রয়েছে এই স্কিমে।
3/10
সন্তানের ১৮ বছর বয়স হলে এই স্কিমে জমানো টাকার ২৫ শতাংশ তোলা যাবে শিক্ষা বা চিকিৎসার কারণে।
4/10
মোট ৩ বার এই স্কিম থেকে টাকা তোলা যাবে আপদকালীন ক্ষেত্রে। ব্যাঙ্ক, পোস্ট অফিস বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলা যায়।
5/10
বছরে ১০ হাজার টাকা করে জমালে সন্তানের ১৮ বছর হলে সে পাবে ৫ লক্ষ টাকা। এক্ষেত্রে মোটামুটিভাবে ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন।
6/10
এভাবেই ৬০ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১০ হাজার টাকা করে জমালে ১০ শতাংশ রিটার্নে আপনার জমানো অঙ্ক দাঁড়াবে ২.৭৫ কোটি টাকা।
7/10
১১.৫৯ শতাংশ রিটার্নে এই জমানো অঙ্কের মূল্য ৬০ বছর বয়সে গিয়ে দাঁড়াবে ৫.৯৭ কোটি টাকা। এই রিটার্নের অঙ্ক কম-বেশি হতে পারে।
8/10
আর এই স্কিমে বেশি ঝুঁকি নিলে সর্বোচ্চ ১২.৮৬ শতাংশ রিটার্ন পেলে, একই অঙ্ক ৬০ বছর বয়সে দাঁড়াবে ১১.০৫ কোটি টাকা।
9/10
এই এনপিএসের বিনিয়োগের ক্ষেত্রে চারটি ক্যাটাগরি রয়েছে। অ্যাক্টিভ চয়েস, অটো চয়েস অ্যাগ্রেসিভ, অটো চয়েস মডারেট এবং অটো চয়েস কনজারভেটিভ।
10/10
একেকটি ক্যাটাগরিতে রিটার্নের পরিমাণ একেক রকম। কনজারভেটিভ বিকল্পের ক্ষেত্রে সবথেকে কম রিটার্ন হলেও তাতে ঝুঁকি একেবারেই নেই।
Sponsored Links by Taboola