Ghatal Flood Situation: জলের তলায় ঘাটাল, নিউজ কভার করতে গিয়ে কোমর জলে রিপোর্টার, দেখুন ছবি

Ghatal Flood Situation: বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, নিউজ কভার করতে গিয়ে বুক জলে রিপোর্টার !

জলের তলায় ঘাটাল

1/10
বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়।
2/10
জল-ভোগান্তির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট।
3/10
নৌকা বা ডিঙি চড়ে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
4/10
জলের নিচে দু চাকা থেকে চার চাকা। প্রায় ছাদের উপর জল ওঠার অপেক্ষায়।
5/10
ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন মানুষজন।
6/10
এদিকে এদিন নিউজ কভার করতে গিয়ে কোমর জলে দাঁড়ালেন এবিপি আনন্দ এর রিপোর্টার।
7/10
গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল। জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর
8/10
রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বীঘের পর বিঘে কৃষি জমি।
9/10
ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা, ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস।
10/10
ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে দূর থেকে জলে এনে ব্যবহার করতে হচ্ছে তাঁদের।
Sponsored Links by Taboola