Ghatal Flood Situation: জলের তলায় ঘাটাল, নিউজ কভার করতে গিয়ে কোমর জলে রিপোর্টার, দেখুন ছবি
বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজল-ভোগান্তির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট।
নৌকা বা ডিঙি চড়ে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জলের নিচে দু চাকা থেকে চার চাকা। প্রায় ছাদের উপর জল ওঠার অপেক্ষায়।
ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন মানুষজন।
এদিকে এদিন নিউজ কভার করতে গিয়ে কোমর জলে দাঁড়ালেন এবিপি আনন্দ এর রিপোর্টার।
গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল। জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর
রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বীঘের পর বিঘে কৃষি জমি।
ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা, ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস।
ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে দূর থেকে জলে এনে ব্যবহার করতে হচ্ছে তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -