Stock Market: ২ মার্চ শনিবারও বাজার খুলবে, NSE বিশেষ ট্রেডিং সেশন, কেন জানেন ?
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) 2 মার্চ শনিবার একটি বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করেছে। NSE বুধবার জানিয়েছে যে 2 মার্চ সেশনে ইক্যুইটি এবং ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেড করা হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দিনে, ইন্ট্রাডে ডিজাস্টার রিকভারি সাইট (ডিআর সাইট) এ সুইচ ওভার করা হবে। এই DR সাইটটি সাইবার হামলার মতো পরিস্থিতিতে ডেটা রক্ষা করতে কাজ করবে। এছাড়া ট্রেডিং আরও নিরাপদ হবে।
ওই দিনে দুটি ধাপে ট্রেডিং সেশন পরিচালিত হবে। প্রথম পর্বে 45 মিনিটের সেশন শুরু হবে সকাল 9:15 এ। দ্বিতীয় বিশেষ লাইভ ট্রেডিং সেশন শুরু হবে 11:30 টায় এবং শেষ হবে 12:30 টায়।
2 মার্চ সেশনের সময়, বিশেষ ট্রেডিং সেশনের সময় সমস্ত ফিউচার চুক্তিগুলি পাঁচ শতাংশ অপারেটিং রেঞ্জের মধ্যে ওঠানামা করতে পারে।
NSE জানিয়েছে, ওই নির্দিষ্ট দিনে ফিউচার অ্যান্ড অপশনস (এফএন্ডও) সেগমেন্টের সিকিউরিটিগুলির আপার ও লোয়ার সার্কিটের সীমা থাকবে পাঁচ শতাংশ। তবে যাদের ২ শতাংশের সার্কিট লিমিট রয়েছে তাদের একই সীমা বজায় থাকবে।
এই বিশেষ অধিবেশন 20 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের অনুষ্ঠানের কারণে 20 জানুয়ারি একটি পূর্ণাঙ্গ ট্রেডিং সেশন অনুষ্ঠিত হয়েছিল এবং 22 জানুয়ারি স্টক মার্কেটের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এর আগে বিএসই এবং এনএসই 20 জানুয়ারি ডিজাস্টার রিকভারি সাইটে যাওয়ার ঘোষণা করেছিল। বিএসই এবং এনএসইতে ট্রেডিং করে ডিআর সাইটটি কীভাবে পারফর্ম করছে তা পরীক্ষা করতেই এই ঘোষণা করা হয়েছিল। মূলত, ট্রেডিংকে সাইবার আক্রমণ, সার্ভার ক্র্যাশ বা অন্য কোনও সমস্যা থেকে রক্ষা করতেই এই পরীক্ষা করা হবে।
স্টক মার্কেটর ইতিহাস বলছে, এই নিয়ে দ্বিতীয় কোনও শনিবার এই ধরনের ট্রেডিং সেশন হতে চলেছে। অতীতে এই বিরল ট্রেডিং সেশনের সাক্ষী থাকেনি ভারতীয় শেয়ার বাজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -