Ola Electric Car: ১৫ অগস্ট কি ভারতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ওলা সংস্থা? কী বলছেন কোম্পানির সিইও ভাবিশ আগরওয়াল
১৫ অগস্ট ভারতে লঞ্চ হতে পারে ওলার ইলেকট্রিক গাড়ি। ওলা ইলেকট্রিক সংস্থার সিইও ভাবিশ আগরওয়ালের ট্যুইট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ভাবিশ একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক দেখা গিয়েছে।
বেশ ফিল্মি কায়দায় ভাবিশ আগরওয়াল ট্যুইটে ওই টিজার ভিডিও শেয়ার করে লিখেছেন ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। ১৫ অগস্ট দুপুর ২টোয় দেখা হচ্ছে’।
গত ১২ অগস্ট এই ট্যুইট করেছিলেন ভাবিশ আগরওয়াল। এর পরের দিনই আর একটি ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছিলেন তিনি।
১৩ অগস্টের সেই ট্যুইটে ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল লিখেছিলেন ‘Wheels of the revolution’। সেখানেও একটি ছোট ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেই ভিডিওতে যে গাড়ি দেখা গিয়েছে অনুমান করা হচ্ছে সেটি ওলার আসন্ন ইলেকট্রিক গাড়ির পিছনের অংশ।
২০২১ সালের ১৫ অগস্টই ভারতে ওলা সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল এস১ এবং এস১ প্রো- এই দুই ভ্যারিয়েন্টে। অনুমান তার এক বছরের মাথায় ফের নতুন চমক দিতে চলেছে ওলা।
ইলেকট্রিক কার, স্পোর্টস কার এবং নতুন ইলেকট্রিক স্কুটার- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে ওলা সংস্থার। তবে কোনটি যে আসলে ১৫ অগস্ট লঞ্চ হবে, তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি।
সম্প্রতি আবার অন্য আর একটি ট্যুইটে ভাবিশ আগরওয়াল জানিয়েছিলেন, Greenest EV লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা।
ভাবিশ আগরওয়াল এও জানিয়েছেন যে ওলা সংস্থা ভারতে স্পোর্টস কার- ও লঞ্চ করবে। সিইও- র দাবি ভারতে এখনও পর্যন্ত যত স্পোর্টস কার লঞ্চ হয়েছে তাদের কার্যত তাক লাগিয়ে দিতে দেশে লঞ্চ হবে ওলার ‘স্পোর্টিয়েস্ট’ কার।
আপাতত ১৫ অগস্ট ওলা ইলেকট্রিক সংস্থা কী লঞ্চ করতে চলেছে সেই দিকেই তাকিয়ে রয়েছেন জনগণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -