Online Shopping Scam: উৎসবের কেনাকাটায় হতে পারেন প্রতারণার শিকার ! কীভাবে রক্ষা পাবেন ?
প্রোডাক্টে রিটার্নের সুবিদা দেওয়া থাকে না। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এগুলি দেখায় । তাই আগে রিটার্ন ও রিফান্ডের সুবিধা আছে কিনা দেখেই অর্ডার করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগে, নিশ্চিত করুন যে আপনি একটি নামী ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করছেন। ওয়েবসাইটের নিরাপত্তা সূচকগুলি পরীক্ষা করুন, যেমন https:// এবং ঠিকানা বারে একটি প্যাডলক আইকন৷ ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন।
অনলাইন প্লাটফর্ম প্রোডাক্ট নিশ্চিত করলে আপনিও অনেকটাই সুরক্ষিত মনে করবেন। তবে এই ক্ষেত্রেও প্রোডাক্টের ওপর একশো শতাংস নিশ্চিত হবেন না। প্রোডাক্ট পাওয়াকর পর তা কিউআর কোড দিয়ে যাচাই করুন।
অননুমোদিত লেনদেনের ঝুঁকি কমাতে ই-কমার্স সাইটে টাকার লেনদেনের বিবরণ সংরক্ষণ করা এড়িয়ে চলুন। ই-কমার্স সাইটগুলি লেনদেনের জন্য যা প্রয়োজন তার বাইরেও ব্যক্তিগত বিবরণের জন্য অনুরোধ করতে পারে। অত্যধিক ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
সন্দেহজনক ইমেল বা বার্তাগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন। ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক না করে সরাসরি আপনার ব্রাউজারের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলি দেখুন।
উৎসবের মরসুমে অনলাইনে (Online Shopping) কম দামে জিনিস কিনতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন আপনি। ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -