PAN Aadhaar Link: প্যানের সঙ্গে আধার জুড়েছেন ! বুঝবেন কীভাবে ?
আধারের সঙ্গে PAN লিঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে । এই দুটি কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে KYC-এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলি লিঙ্ক করা থাকলে আপনার আয়কর রিটার্ন দাখিল করা অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, আধার - প্যান লিঙ্কের সময়সীমা অনেকবার বাড়ানো হয়েছে। এবার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৩।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করা আছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন? 1: www.incometax.gov.in/iec/foportal/ এ সাইন ইন না করেই প্যান-আধার লিঙ্কের স্থিতি দেখুন
2: ই-ফাইলিং পোর্টাল হোমপেজে, 'Quick Links'-এ যান ও লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন
3: আপনার PAN ও আধার নম্বর লিখুন ও আধার স্থিতি দেখতে লিঙ্কে ক্লিক করুন। এখানে যাচাইকরণ সম্পূর্ণ হলে আপনার লিঙ্ক আধার স্ট্যাটাস সম্পর্কিত একটি বার্তা ডিসপ্লেতে দেখতে পারবেন।
যদি আধার-প্যান লিঙ্কের কাজ চলে তাহলে নিচের বার্তাটি স্ক্রিনে দেখতে পারবেন; যেখানে লেখা থাকবে -- আপনার আধার-প্যান লিঙ্ক করার অনুরোধটি বৈধতার জন্য UIDAI-তে পাঠানো হয়েছে। হোম পেজে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ লিঙ্কে ক্লিক করে পরে স্ট্যাটাস চেক করুন
যদি আধার প্যান লিঙ্কিং সফল হয়, তাহলে এটি নিম্নলিখিত বার্তাটি দেখতে পারবেন আপনার PAN আধারের সঙ্গে লিঙ্ক করা আছে
লগইনের পর কীভাবে প্যান-আধার লিঙ্কের স্ট্যাটাস দেখবেন ? 1a: ই-ফাইলিং পোর্টাল হোমপেজে লগইন করার পর, আপনার ড্যাশবোর্ডে যান ও লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন। 1b:আপনি চাইলে My Profile > Link Aadhaar Status যেতে পারেন।
প্যান আধার লিঙ্কের জন্য ফি এই ক্ষেত্রে প্যান ও আধার লিঙ্কের ৩০ জুন ২০২২ পর্যন্ত নির্ধারিত ফি ছিল ৫০০ টাকা । ১ জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই লিঙ্ক করতে ১০০০ টাকা নেওয়া হচ্ছে যা ই-ফাইলিং পোর্টালে আধার-প্যান লিঙ্কেজ অনুরোধ জমা দেওয়ার আগে প্রযোজ্য হবে।
PAN Aadhaar Linking: সরকারের এতে কী সুবিধা ১ আধার চালু হওয়ার সঙ্গে সঙ্গে লেনদেন ট্র্যাক করা আরও সহজ ও কার্যকর হবে। আধার-ভিত্তিক যাচাইকরণ এখন একটি মডেল হয়ে উঠেছে।
২ এটি কর ফাঁকিদাতাদের ট্র্যাক করার জন্যও কার্যকর। আধার-প্যান লিঙ্ক করা একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকার সমস্যার সমাধান করেছে। যার ফলে প্রতারণামূলক কার্যকলাপের সম্ভাবনা হ্রাস হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -