PAN-Aadhaar Linking: ৩০ জুন শেষ হচ্ছে সময়সীমা, এদের করতে হবে না প্যান-আধার লিঙ্ক
হাতে আর বেশি সময় নেই। ৩০ জুন আধার-প্যান লিঙ্ক করার সময় শেষ হচ্ছে। তাই এখনও এই কাজে অবহেলা করলে ভুগতে হবে আপনাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর বিভাগ। এর জন্য করদাতাদের মাত্র ৩০ জুন পর্যন্ত সময় দেওয় হয়েছে। সময়সীমা পর্যন্ত আধারের সাথে লিঙ্ক না করা হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এ ছাড়া করদাতাকে অনেক লোকসানও বহন করতে হতে পারে। তবে কিছু নাগরিকের এই সব বিষয়ে চিন্তা করার দরকার নেই।
আয়কর আইন 1961-এর অধীনে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। সময়সীমার মধ্যে অর্থাৎ 30 জুন 2023 এর মধ্যে প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হলে অনেক ক্ষতি হতে পারে।
প্রথমত, ৩০ জুনের পর অর্থাৎ ১ জুলাই থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। প্যান ও আধার লিঙ্ক না থাকলে করদাতার আয়কর রিটার্ন আটকে রাখা হবে। আরেকটি বড় অসুবিধা হল আপনার থেকে বেশি TCS ও TDS চার্জ করা হবে।
কেন আধারের সঙ্গে PAN লিঙ্ক করা দরকার ? আয়কর আইনের 139AA ধারা এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। এই বিভাগে বলা হয়েছে , 1 জুলাই 2017 পর্যন্ত যে প্রত্যেক ব্যক্তির PAN ছিল ও আধার নম্বর পাওয়ার যোগ্য তাদের সময়সীমা অর্থাৎ 30 জুনের মধ্যে আধারের সাথে PAN লিঙ্ক করতে হবে।
তবে চার জায়গার বাসিন্দা এই বিধান থেকে অব্যাহতি পাবেন। আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা থেকে ছাড় পাবেন
অসম, জম্মু, কাশ্মীর ও মেঘালয়ের বাসিন্দা। আয়কর আইনের অধীনে, 1961 অনাবাসী ভারতীয় অর্থাৎ NRI.
2020 সালে 80 বছর বয়সী নাগরিক, যারা ভারতের নাগরিক নন, তাঁরা এই সুবিধা পাবেন।
আয়কর বিভাগের মতে, উপরে উল্লিখিত চার বিভাগের জন্য আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। তবে তারা স্বেচ্ছায় করতে চাইলে তা করতে পারে। এগুলি ছাড়াও সব করদাতার জন্য 30 জুন পর্যন্ত এই লিঙ্ক করা প্রয়োজন। এর পরে লিঙ্ক করতে আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে।
সময়সীমা খুব কাছাকাছি হওয়ায় অনেকেই আধারের সাথে প্যান লিঙ্ক করা শুরু করেছেন। যদিও এর অনেক চেষ্টাই ব্যর্থ হচ্ছে। আয়কর বিভাগ এই ধরনের করদাতাদের যে সমস্যার মুখোমুখি হচ্ছে তা বিবেচনা করেছে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -