PAN-Aadhaar Linking: প্যান-আধার জুড়তে গিয়ে টাকা জমা দিতে পারছেন না ? রইল উপায়

aadhaar card

1/10
৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে দেশবাসীকে। আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালের তথ্য বলছে, যেকোনও ব্যক্তির জন্য আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে জরিমানা বাবদ দিতে হবে ১০০০ টাকা। এই ফি বাধ্যতামূলক করেছে সরকার। এই দুটি নথি যদি ৩১ মার্চের মধ্যে লিঙ্ক না করা হয়, তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে।
2/10
এর আগে কেন্দ্রীয় সরকার আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার জন্য কোনও ফি নিচ্ছিল না। তবে এপ্রিল ২০২২ থেকে জুন ২০২২ পর্যন্ত PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ৫০০ টাকা চার্জ করা হয়েছিল। পরে জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত ১০০০ টাকা পর্যন্ত ফি কার্যকর করা হয়েছে। ৩১ মার্চ ২০২৩ প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ।
3/10
আয়কর বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সময় প্যান কার্ড হোল্ডার পোর্টালে ই-পে ট্যাক্সের মাধ্যমে ১০০০ টাকা ফি দিতে পারবেন। তবে বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে ফি জমার প্রক্রিয়া আলাদা হতে পারে।
4/10
ই-পে ট্যাক্সের সঙ্গে যুক্ত ব্যাঙ্কের গ্রাহক ১ প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যান। ২ এখানে কুইক লিঙ্কে আধার লিঙ্কিং অপশনে যান।
5/10
৩ এখন প্যান কার্ড নম্বর, আধার নম্বর ও মোবাইল নম্বর লিখুন। ৪ এই পর্বে আপনাকে ওটিপি লিখতে হবে, তারপরে বিভিন্ন টাকা জমার অপশন দেখতে পাবেন।
6/10
৫ সেখানে ই-পে ট্যাক্স সুবিধার মাধ্যমে এই বিকল্পগুলির মধ্যে একটি নির্বাচন করুন ও টাকা জমা দিন।
7/10
যে ব্যাঙ্কগুলি ই-পে ট্যাক্স পেমেন্ট প্রক্রিযার সঙ্গে যুক্ত নয়, সেই সব গ্রাহকদের একটি পৃথক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
8/10
১ এই ক্ষেত্রে প্রথমে ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে ই-পে ফাংশনালিটিতে যান। ২ এখানে NSDL ওয়েবসাইটের একটি লিঙ্ক দেওয়া হবে। এটিতে ক্লিক করে অ্যাক্সেস করা যেতে পারে।
9/10
৩ এখন ITNS 280 বা চালান নম্বরে ক্লিক করুন ও আরও এগিয়ে যান। ৪ এখানে Income Tax under Applicable Tax নির্বাচন করুন
10/10
৫০০ টাকার রসিদ সিলেক্ট করুন। সব তথ্য দেওয়ার পর আপনার পেমেন্ট সম্পন্ন হবে।
Sponsored Links by Taboola