Passport Update: বাড়িতে বসেই স্ত্রীর নাম যোগ করতে পারবেন পাসপোর্টে, জেনে নিন উপায়
ঘরে বসেই আপডেট করতে পারবেন জীবনসঙ্গীর নাম। সম্প্রতি অনলাইনে এই সুবিধা পাবেন পাসপোর্টহোল্ডার। এতদিন পাসপোর্টে (Passport) কোনও পরিবর্তন করতে যেতে হত পাসপোর্ট কেন্দ্রে (Passport Seva Kendra)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার নতুন বিকল্প এনেছে সরকার। তবে মনে রাখবেন, অনলাইনে আপডেট করলেও চূড়ান্ত যাচাইকরণের জন্য পাসপোর্ট কেন্দ্রে যাওয়ার তারিখ নিতে হবে আপনাকে।
সাধারণত দেখা যায়, পাসপোর্টের জন্য যেকোনও সুবিধা কেন্দ্র বা নিজে থেকে আবেদন করলে অনেকেরই ফর্মে কিছু ভুল থেকে যায়।কোনও কারণে স্ত্রীর নাম লিখতে ভুলে গেলে পরে তা সংশোধন করতে অনেক ঝক্কি পোহাতে হয়।
সেই কারণেই পাসপোর্টের নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। যা থেকে সাধারণ মানুষ অনেক সুবিধা পাবেন।
পাসপোর্ট করার সময় অনেকেই নামের বানান, জন্মতারিখ লিখতে ভুল করে ফেলেন। এরকম কিছু হলে আর চিন্তা করার দরকার নেই। কেউ কেউ পাসপোর্টে তাদের স্ত্রীর নামেও ভুল করে থাকেন। কেউ কেউ বিয়ের পর এতে স্ত্রীর নাম জুড়তে বা বাদ দিতে, সেই ক্ষেত্রে বাড়িতে বসেই সহজেই স্ত্রীর নাম যোগ বা বাদ দিতে পারবেন।
পাসপোর্টে জীবনসঙ্গীর নাম যোগ করতে কিছু প্রয়োজনীয় নথির প্রয়োজন। যার মধ্যে রয়েছে আসল পাসপোর্ট, পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার ফটোকপি, অবজারভেশন পেজ, ইমিগ্রেশন চেক (ইসিআর), ইমিগ্রেশন চেক (নন-ইসিআর) পৃষ্ঠা।
মনে রাখবেন এই আপডেট করার সময় পাসপোর্টের ভ্যালিড থাকতে হবে। আপনি যেকোনও দুটি উপায়ে আপনার স্ত্রীর নাম এতে যোগ করতে পারেন।
এইভাবে পাসপোর্টে নাম যোগ করুন.. প্রথমে পাসপোর্ট সেবা অনলাইন পোর্টালে গিয়ে রেজিস্টার করুন। তারপর আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন ও লগ ইন করুন। একটি ফ্রেশ পাসপোর্ট/রি-ইস্যুর জন্য আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
তারপরে অনুরোধ করা সব তথ্য পূরণ করুন ও জমা দিন। এবার পে ও শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যান। আবেদনের রসিদের একটি প্রিন্ট আউট নিন। নির্ধারিত তারিখে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে শেষ ধাপটি সম্পূর্ণ করুন।
এই উপায়ে পাসপোর্ট থেকে নাম বাদ দিন... জীবনসঙ্গীর নাম মুছে ফেলার জন্য উপরে উল্লিখিত প্রাথমিক পদক্ষেপগুলি করুন৷ এবার পাসপোর্ট রি-ইস্যুতে, existing personal particular-এ ক্লিক করুন। তারপর স্ত্রীর নামের বিকল্পটি নির্বাচন করুন ও পরিবর্তন করুন।
এরপর নির্ধারিত তারিখে পাসপোর্ট সেবা কেন্দ্রে পৌঁছে যান। সেখানে নথি যাচাই ও আপডেট বিবরণ-সহ একটি নতুন পাসপোর্ট নিয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -