LIC Offers: এই দিন পর্যন্ত শেষ সুযোগ, LIC-র বন্ধ পলিসি চালু করলে লেট ফিতে ছাড় !
LIC Policy Update: কোভিডকালে ফের একবার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। পুরোনো বন্ধ পলিসি চালু করার সুবিধা দিচ্ছে কোম্পানি। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সুযোগ পাবেন LIC গ্রাহকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLIC Offers: কোম্পানির তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোট প্রিমিয়াম জমার ওপর লেট ফিতে ছাড় দেবে LIC। টার্ম অ্যাসিওরেন্স ও হাই রিস্ক প্ল্যানের ওপর এই ছাড় দেওয়া হবে। তবে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তার উপর কোনও ছাড় নেই। তবে কিছু স্বাস্থ্য ও ক্ষুদ্র বিমা পলিসিগুলি ছাড়ের জন্য বিবেচিত হবে।
LIC Policy Revival date: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে LIC-র এই বন্ধ পলিসি শুরুর কাজ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কোম্পানির তরফে জানানো হয়েছে, পাঁচ বছর আগে যারা প্রিমিয়াম দেওয়া বন্ধ করেছেন এমন গ্রাহকদেরই বন্ধ পলিসি চালু করার সুয়োগ দেওয়া হচ্ছে।
তবে সেই ক্ষেত্রেও কিছু শর্তাবলী রেখেছে কোম্পানি। এ ছাড়াও LIC জানিয়েছে, যাদের পলিসির মেয়াদ এখনও শেষ হয়নি অথচ প্রিমিয়াম না দেওয়ায় পলিসি বন্ধ রয়েছে, তারা এর জন্য আবেদন করতে পারবেন। তবে এই সব আবেদন শর্তসাপেক্ষে গ্রহণ করবে কোম্পানি।
LIC Offers: কোম্পানি জানিয়েছে, এই উদ্যোগ সেইসব পলিসিধারকদের জন্য চালু করা হয়েছে, যাদের পলিসি কোনও অনিবার্য কারণবশত বন্ধ হয়ে গেছে। কোভিডকালে যারা সময়মতো প্রিমিয়াম শোধ করতে পারেননি, এরকম পলিসিহোল্ডারদের জন্যই এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এই পলিসি ফের চালু করে সংক্রমণের পরিস্থিতিতে জীবন বিমার পাশাপাশি পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।
LIC Policy Revival: কত ছাড় পাবেন গ্রাহক ? LIC জানিয়েছে, গ্রাহকের প্রচলিত ও স্বাস্থ্য সংক্রান্ত পলিসির ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত বাকি প্রিমিয়ামের ক্ষেত্রে লেট ফির ওপর ছাড় দেওয়া হবে ২০ শতাংশ। এই ক্ষেত্রে সর্বোচ্চ ২০০০ টাকা ছাড় পাবেন পলিসিহোল্ডার। একইভাবে এক লক্ষ এক টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত লেট ফির ওপর ছাড় পাবেন ২৫ শতাংশ।
এই ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় ২৫০০ টাকা। তিন লক্ষ এক টাকার বেশি প্রিমিয়াম বাকি থাকলে গ্রাহক লেট ফির ওপর ছাড় পাবেন ৩০ শতাংশ। এখানে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ৩০০০ টাকা। তবে মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যানের ক্ষেত্রে লেট ফিতে ছাড় ১০০ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -