Credit Score: ঋণের সঙ্গে পাবেন আরও অনেক সুবিধা, জানেন ক্রেডিট স্কোরের গুরুত্ব ?
আপনি যখনই ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করেন, প্রথমে যে জিনিসটি পরীক্ষা করা হয় তা হল আপনার ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর হল এমন একটি মানদণ্ড, যার মাধ্যমে ব্যক্তির পুরোনো ঋণের অবস্থা সম্পর্কে জানা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাল ক্রেডিট স্কোর থাকলে আবেদনকারী সহজেই কম সুদের হারে ঋণ পেতে পারেন। এর পাশাপাশি ব্যাঙ্কগুলিও সহজে ঋণ অনুমোদন করে। জেনে নিন, ভাল ক্রেডিট স্কোরের ৫টি সুবিধা।
পুরোনো লোন নিয়ে পরিশোধ না করলে দেখিয়ে দেবে ক্রেডিট স্কোর। সেই ক্ষেত্রে ঋণ নিতে সমস্যায় পড়বেন আপনি। তাই আগেভাগে ক্রেডিট স্কোরের বিষয়ে সতর্ক হোন।
ক্রেডিট স্কোর ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের ঝুঁকি গণনা করতে সাহায্য করে। যার ক্রেডিট স্কোর যত খারাপ তার ঝুঁকি তত বেশি। তাই সেইসব গ্রাহকদের কাছে ব্যাঙ্কের সুদের হারও তত বেশি। ভাল ক্রেডিট স্কোর থাকলে ব্যাঙ্কও কম সুদের হারে ঋণ দেয়।
অনেক সময় খারাপ ক্রেডিট স্কোর থাকার কারণে প্রয়োজন অনুযায়ী ঋণ পাওয়া যায় না। যদি আপনার ক্রেডিট স্কোর 750-এর উপরে হয় তাহলে আপনি সহজেই ঋণ পাবেন।
যদি আপনার ক্রেডিট স্কোর ভাল হয়, তবে এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা সহজেই আপনার ঋণ অনুমোদন করে। এর পাশাপাশি গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ঋণের সীমা বাড়াতে থাকে কর্তৃপক্ষ। এর মাধ্যমে গ্রাহকের ক্রেডিট কার্ড পাওয়াও সহজ হয়ে যায়।
ক্রেডিট স্কোর ভাল থাকলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহককে পূর্ব-অনুমোদিত ঋণে(pre-approved loan) সুবিধা দিয়ে থাকে। এই সুবিধার মাধ্যমে গ্রাহক আগেই জানেন যে, তিনি অন্য গাড়ি বা বাড়ি কিনলে ব্যাঙ্ক তাকে কত ঋণ দেবে।
একটি ভাল ক্রেডিট স্কোর থাকলে গ্রাহকরা লোন ট্রান্সফারের সুবিধা পান। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনও ব্যক্তির ক্রেডিট স্কোর ভাল থাকে, তাহলে তিনি একটি ব্যাঙ্ক থেকে উচ্চ সুদের হারে ঋণ নিয়ে পরে তা অন্য ব্যাঙ্কে সস্তা হারে ট্রান্সফার করতে পারেন।
তাই ঋণ নেওয়ার আগে অবশ্যই নিজের ক্রেডিট স্কোর জেন নিন। এতে লোনের আবেদনপত্র পূরণের আগে নিজের বিষয়ে আগাম জানা থাকবে আপনার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -