CSK vs PBKS IPL 2022: লিভিংস্টােন, চাহারের যুগলবন্দিতে চেন্নাই বধ পাঞ্জাবের, এখনও জয় অধরা জাডেজাদের
চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু মরসুমে একটিও জয় এখনও পায়নি সিএসকে। (সব ছবি সৌজন্যে দলের ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) টানা তিন ম্যাচে হেরে গেল। রবিবার রবীন্দ্র জাডেজা-মহেন্দ্র সিংহ ধোনিদের ৫৪ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস।
বল হাতে জ্বলে উঠলেন তরুণ লেগস্পিনার রাহুল চাহার। পাঞ্জাবের হয়ে এবারের আইপিএলে খেলা চাহার একাই তুলে নিলেন ৩ উইকেট।
শুরুতেই চেন্নাই বোলারদের দাপট। মাঝে লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ব্যাটের ঝড়। শেষ লগ্নে সিএসকে বোলারদের প্রত্যাঘাত। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব তুলেছিল ১৮০/৮।
টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল ১৮১ রানের। কিন্তু রান তাড়া করতে নেমে কার্যত আত্মসমর্পণ করে বসল সিএসকে
মাত্র ১২৬ রানে অল আউট হয়ে গেল চারবারের চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে কিছুটা লড়াই করলেন শিবম দুবে। ৩০ বলে ৫৭ করেন তিনি।
ব্যাট করতে নেমে পরপর দু'ওভারে দু'উইকেট হারায় পাঞ্জাব। প্রথম ওভারেই ময়ঙ্ক অগ্রবালকে (৪ রান) ফেরান মুকেশ চৌধুরী।
পরের ওভারের রান আউট হলেন ভানুকা রাজাপক্ষে (৯ রান)। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দৌড়ে গিয়ে বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার যিনি পাঞ্জাবের বিরুদ্ধে মাইলফলক গড়লেন। কেরিয়ারের ৩৫০তম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছেন ধোনি।
এই ম্যাচের পর ৩ ম্যাচে ৩টিতেই হেরে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে নেমে গেল চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজস্থান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -