March 31: ৩১ মার্চে শেষ সময়সীমা, আজই করুন গুরুত্বপূর্ণ এই কাজগুলি
কাল থেকেই শুরু নতুন আর্থিকবর্ষ। পয়লা এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত একটি আর্থিকবর্ষ হিসেবে ধরা হয়। কাল থেকেই শুরু হবে ২০২২-২৩ আর্থিকবর্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩১ মার্চ শেষ হচ্ছে ২০২১-২২ অর্থবর্ষ। এই দিনটি গুরুত্বপূর্ণ চাকরিজীবি বা ব্যবসায়ীদের জন্য। ৩১ মার্চের মধ্যেই আয়কর প্রদানের যাবতীয় কাজ শেষ করতেই হবে।
শুধু আয়করের কাজ নয়, আরও একাধিক নথির কাজ শেষেরও সময়সীমা ৩১ মার্চ। দিনটি পেরিয়ে গেলে আর করা যাবে সরকারি নথির ওই কাজ।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের জন্য শেষ তারিখ ২০২২ সালের ৩১ মার্চ। এখনও পর্যন্ত যা সরকারি নির্দেশিকা, তাতে ৩১ মার্চের মধ্যে সংযুক্তিকরণ না হলে প্যান কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে। সেই ঘটনা ঘটলে দশ হাজার টাকা জরিমানা হওয়ার কথা।
আয়কর দাখিলের পরে ই-ভেরিফিকেশন করতে হয়। ওই কাজ না করলে সেটিকে গ্রাহ্য করে না আয়কর দফতর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের নির্দেশ অনুসারে ৩১ মার্চের মধ্যে সেটি করতেই হবে।
Income Tax Portal-এ গিয়ে সেখানে ই-ভেরিফাইয়ের জন্য লিঙ্ক ক্লিক করতে হবে। তারপর প্যান, মোবাইল নম্বর ও অ্যাসেসমেন্ট নম্বর দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
২০২০-২১ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন যারা জমা করেননি তাঁরা ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা করতে পারবেন। তবে তারজন্য কিছু জরিমানা দিতে হবে।
অনেক চাকরিজীবির বেতন ছাড়াও আয়ের অন্য উৎস থাকে এবং তা থেকে আয় আয়করের আওতায় পড়ে যায়। সেক্ষেত্রে ৩১ মার্চের মধ্যে অগ্রিম কর (advance tax) জমা দিতে হবে।
যাঁরা চাকরিজীবি নন, তাঁদের জন্যও অগ্রিম করের ব্যবস্থা রয়েছে। তাঁদের ক্ষেত্রে সব উৎস মিলিয়ে যা আয় হবে সেখানে কত টাকা কর দিতে হবে তা নিজেদের হিসেব করে অগ্রিম কর প্রদান করতে হবে।
আয়কর আইনের অধীনে নির্দিষ্ট পদ্ধতিতে আয়কর বাঁচানোর নানা উপায় রয়েছে। কিন্তু সেই সুবিধা পাওয়ার জন্য যাবতীয় কাজ ৩১ মার্চের মধ্যেই করে ফেলতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -