Heat Wave: চৈত্রে আগুন ঝরাচ্ছে সূর্য, মার্চেই তাপপ্রবাহের সতর্কতা জারি একাধিক রাজ্যে
ফাইল ছবি
1/11
দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের। পাশাপাশি রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস।
2/11
চৈত্রেই আগুন ঝরাচ্ছে সূর্য। বেলা বাড়লেই রোদের তাপে এখনই বাইরে বেরোনো দুষ্কর।
3/11
দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দিল্লি সহ পশ্চিম ভারতের তাপপ্রবাহ জারি থাকবে বলে মৌসম ভবন সূত্রে খবর।
4/11
উত্তর ভারতের সমতল, মধ্য, পূর্ব ভারতে তাপপ্রবাহের আশঙ্কার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ জারি থাকবে।
5/11
একইসঙ্গে গরম নিয়ে আশঙ্কার কথাই শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৪ জেলায় আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কতা জারি করল। শুক্রবার থেকে তাপপ্রবাহ হবে বলে অনুমান আবহবিদদের।
6/11
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের ৪ জেলা- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
7/11
তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। গরমের সঙ্গে জলীয় বাষ্প বাড়ায় আদ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।
8/11
দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছোতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
9/11
গরমের আঁচ বুধবারই পাওয়া গেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
10/11
image 10
11/11
তবে এরই মধ্যে কিছুটা স্বস্তি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টি হতে পারে।
Published at : 31 Mar 2022 09:20 AM (IST)