Heat Wave: চৈত্রে আগুন ঝরাচ্ছে সূর্য, মার্চেই তাপপ্রবাহের সতর্কতা জারি একাধিক রাজ্যে
দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের। পাশাপাশি রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচৈত্রেই আগুন ঝরাচ্ছে সূর্য। বেলা বাড়লেই রোদের তাপে এখনই বাইরে বেরোনো দুষ্কর।
দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দিল্লি সহ পশ্চিম ভারতের তাপপ্রবাহ জারি থাকবে বলে মৌসম ভবন সূত্রে খবর।
উত্তর ভারতের সমতল, মধ্য, পূর্ব ভারতে তাপপ্রবাহের আশঙ্কার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ জারি থাকবে।
একইসঙ্গে গরম নিয়ে আশঙ্কার কথাই শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৪ জেলায় আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কতা জারি করল। শুক্রবার থেকে তাপপ্রবাহ হবে বলে অনুমান আবহবিদদের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের ৪ জেলা- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। গরমের সঙ্গে জলীয় বাষ্প বাড়ায় আদ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।
দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছোতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
গরমের আঁচ বুধবারই পাওয়া গেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
image 10
তবে এরই মধ্যে কিছুটা স্বস্তি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টি হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -