Post Office Schemes: দিনে ৬ টাকা জমিয়ে মেয়াদ শেষে পান ৩ লক্ষ, জেনে নিন কী এই স্কিম ?
Post Office Schemes: ছোট থেকে বড় পর্যন্ত সহজ নয় সন্তানের দায়িত্ব পালন। জন্মগ্রহণ থেকে লেখাপড়া, বিয়ে পর্যন্ত লাখ লাখ টাকা খরচ হয় সন্তানের পিছনে। সেই কারণে শিশু জন্মের সময় থেকে সতর্ক হতে হয় অভিভাবকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাল রিটার্নের (Money Return) সঙ্গে শিশুর (Children) সুরক্ষিত ভবিষ্যতের জন্য বেছে নিতে হয় সেরা আর্থিক যোজনা। সেই ক্ষেত্রে দেখতে পারেন পোস্ট অফিসের এই স্কিম (Post Office Schemes)।
India Post: মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে এখন থেকেই শিশুর ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আপনি যদি শিশুদের ভাল ভবিষ্যতের জন্য বিনিয়োগের বিকল্প খোঁজেন, তবে আমরা আপনাকে পোস্ট অফিসের এই প্রকল্প সম্পর্কে বলতে পারি।
Bal Jeevan Bima: পোস্ট অফিস শিশু জীবন বিমার বিশেষ বৈশিষ্ট্য ১ এই স্কিমের সাহায্যে আপনি বাচ্চাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন। ২ মাত্র দুই সন্তান এই প্রকল্পের সুবিধা পেতে পারে। ৩ এই স্কিমে বিনিয়োগ করার জন্য শিশুদের বয়স 5 থেকে 20 বছরের মধ্যে হতে হবে৷
৪ এই স্কিমে বিনিয়োগ করলে ন্যূনতম 3 লক্ষ টাকা (সাম অ্যাসিওরেড) নিশ্চিতভাবে পাবেন৷ ৫ পলিসি কেনার সময় পলিসিধারীর বয়স 45 বছরের বেশি হওয়া উচিত নয়। ৬ যদি পলিসিধারক পলিসির মেয়াদপূর্তির আগে মারা যান, তাহলে সন্তানকে পলিসির প্রিমিয়াম দিতে হবে না।
৭ পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে শিশু ম্যাচুরিটির পুরো পরিমাণ পাবে। ৮ এই পলিসির প্রিমিয়াম অভিভাবকদের দিতে হবে। ৯ এই স্কিমে কোনও ঋণের সুবিধে পাওয়া যায় না।
৩ আপনি যদি এই পরিমাণ টাকা 20 বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি পলিসির মেয়াদপূর্তিতে 3 লাখ টাকার নিশ্চিত পরিমাণ পাবেন৷ ৪ এই স্কিমে আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর, 6 মাস ও বছরে প্রিমিয়াম দিতে পারেন।
Bal Jeevan Bima: সুরক্ষিত ভবিষ্যতের সঙ্গে দারুণ রিটার্ন ১ আপনি পোস্ট অফিস চাইল্ড লাইফ ইন্স্যুরেন্সে ন্যূনতম 5 বছর ও সর্বোচ্চ 20 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ২ এই স্কিমের অধীনে আপনাকে প্রতিদিন প্রায় 6 টাকা জমা করতে হবে। এক বছরে এর মোট পরিমাণ হবে ২১ হাজার টাকার বেশি।
তাই সময় থাকতে থাকতেই সুরক্ষিত করুন আপনার শিশুর ভবিষ্যৎ। যাতে আর্থিক লাভের পাশে থাকুক সরকারি সুরক্ষা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -