Post Office Schemes: সুদে-আসলে লাভ, টাকা ফেরত পাওয়ার গ্যারান্টিও, বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই খাতে
মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন। তিল তিল করে জমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয়। কিন্তু এই সঞ্চয়ের প্রশ্নেই গোঁত্তা খেতে হয়। কোন খাতে বিনিয়োগ, কত টাকা সুদ, ফেরত পাওয়ার নিশ্চয়তা, সাতপাঁচ ভেবেই ঘুম উড়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুদ্রাস্ফীতি, শেয়ার বাজারে ধসের জেরে বাজারে টাকা খাটানোর দিকে ঘেঁষেনই না অনেকে। আবার ব্যাঙ্কেও যে টাকা রাখবেন, লাগাতার সুদের হারের পতনে, তাতেও সায় দেয় না মন।
এমন পরিস্থিতিতে পোস্ট অফিসকে টাকা রাখার সেরা জায়গা বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এখনও পর্যন্ত পোস্ট অফিসে টাকা ঢের নিরাপদ। আবার ভাল সুদও পাওয়া যায়।
কিন্তু পোস্ট অফিসে গেলেই তো হয় না, কোন খাতে টাকা রাখবেন, সুদের হার কত, এ সব জেনে এগনোই ভাল।
তাই টাকা বিনিয়োগের আদর্শ জায়গা হিসেবে পোস্ট অফিসকেই অগ্রাধিকার দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল পেনশন যোজনা: কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প। এই খাতে বিনিয়োগ করলে অবসর আসতে আসতে মোটা টাকা পাবেন। এই খাতে বিনিয়োগ করলে আয়কর রিটার্নেও ছাড় পাওয়া যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা: কন্যা সন্তানের জন্য বিনিয়োগ করতে চাইলে এই খাতে বিনিয়োগই আদর্শ। বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আয়করে রিটার্নে ছাড় পাবেন। আবার ৭.৬ শতাংশ হারে সুদও মিলবে।
পাবলিক প্রভিডেন্ট স্কিম: ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ৭.১ শতাংশ হারে রিটার্ন পাবেন। ছাড় মিলবে আয়কর রিটার্নেও।
কিসান বিকাশ পত্র: ৬.৯ শতাংশ হারে রিটার্ন। কিন্তু এতে করছাড় পাওয়া যায় না। ১২৪ মাস পর দ্বিগুণ টাকা ফেরত পাবেন।
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট: ৬.৮ শতাংশ হারে রিটার্ন। ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। আয়করেও ছাড় পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -