Personal Loan: পার্সোনাল লোনের ইএমআই দিচ্ছেন ? সুদ ছাড়াও কত কর দিতে হয় ?

Personal Loan GST: কেন্দ্রের নিয়ম অনুসারে সমস্ত ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য সুদের উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য হয় প্রত্যেক ইএমআই পেমেন্টের সময়।

ঋণের ইএমআইতেও দিতে হয় জিএসটি, কত খরচ হয় অতিরিক্ত ?

1/10
ক্রেডিট কার্ড থেকে যে সমস্ত ব্যক্তি ইনস্ট্যান্ট লোন বা পার্সোনাল লোন নিয়ে থাকেন, তার একটা মাসিক ইএমআই পেমেন্ট করতে হয় নির্দিষ্ট সময়ে।
2/10
এই ইএমআই পেমেন্টের সময়েও সরকারের নিয়মে আপনাকে ট্যাক্স দিয়ে হয়। ফলে সুদ ছাড়াও অতিরিক্ত খরচ হয় ঋণ শোধে।
3/10
সাধারণভাবে কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে ধরা যাক ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিলে তার ইএমআই দিতে গেলে কোনও জিএসটি দিতে হয় না।
4/10
কিন্তু ক্রেডিট কার্ডে ইএমআই পেমেন্টের সময় সুদের উপর জিএসটি আরোপ করেছে কেন্দ্র সরকার। কত শতাংশ জিএসটি ধার্য হয় ?
5/10
কেন্দ্রের নিয়ম অনুসারে সমস্ত ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য সুদের উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য হয় প্রত্যেক ইএমআই পেমেন্টের সময়।
6/10
ধরা যাক, ৩ বছরের জন্য ১২ শতাংশ সুদের হারে ৩ লক্ষ টাকার ঋণ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি মাসের নির্দিষ্ট ইএমআই হবে ৯৯৬৪ টাকা।
7/10
এর মধ্যে ৩০০০ টাকা সুদ আর বাকি ৬৯৬৪ টাকা হল মূল টাকার অঙ্ক। ১৮ শতাংশ জিএসটি ধার্য হবে ৩০০০ টাকার উপরে।
8/10
অর্থাৎ প্রথম মাসে জিএসটি বাবদ দিতে হবে ৫৪০ টাকা, পরের মাসে সুদ কমে ২৯৩০.৩৬ টাকা হলে জিএসটি দিতে হবে ৫২৭ টাকা।
9/10
তৃতীয় মাসে আরও কমবে সুদের অঙ্ক, ফলে জিএসটিও কমবে খানিক। ২৮৬০ টাকা সুদের উপর জিএসটি দিতে হবে ৫১৪ টাকা।
10/10
এই কারণে সুদ ছাড়াও বাড়তি অনেক টাকা শুধু জিএসটি দিতেই খরচ হয়ে যায়। এই টাকার অঙ্ক ঋণের ইএমআইয়ের মধ্যে ধরা হয় না।
Sponsored Links by Taboola