Personal Loan: পার্সোনাল লোনের ইএমআই দিচ্ছেন ? সুদ ছাড়াও কত কর দিতে হয় ?
ক্রেডিট কার্ড থেকে যে সমস্ত ব্যক্তি ইনস্ট্যান্ট লোন বা পার্সোনাল লোন নিয়ে থাকেন, তার একটা মাসিক ইএমআই পেমেন্ট করতে হয় নির্দিষ্ট সময়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ইএমআই পেমেন্টের সময়েও সরকারের নিয়মে আপনাকে ট্যাক্স দিয়ে হয়। ফলে সুদ ছাড়াও অতিরিক্ত খরচ হয় ঋণ শোধে।
সাধারণভাবে কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে ধরা যাক ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিলে তার ইএমআই দিতে গেলে কোনও জিএসটি দিতে হয় না।
কিন্তু ক্রেডিট কার্ডে ইএমআই পেমেন্টের সময় সুদের উপর জিএসটি আরোপ করেছে কেন্দ্র সরকার। কত শতাংশ জিএসটি ধার্য হয় ?
কেন্দ্রের নিয়ম অনুসারে সমস্ত ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য সুদের উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য হয় প্রত্যেক ইএমআই পেমেন্টের সময়।
ধরা যাক, ৩ বছরের জন্য ১২ শতাংশ সুদের হারে ৩ লক্ষ টাকার ঋণ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি মাসের নির্দিষ্ট ইএমআই হবে ৯৯৬৪ টাকা।
এর মধ্যে ৩০০০ টাকা সুদ আর বাকি ৬৯৬৪ টাকা হল মূল টাকার অঙ্ক। ১৮ শতাংশ জিএসটি ধার্য হবে ৩০০০ টাকার উপরে।
অর্থাৎ প্রথম মাসে জিএসটি বাবদ দিতে হবে ৫৪০ টাকা, পরের মাসে সুদ কমে ২৯৩০.৩৬ টাকা হলে জিএসটি দিতে হবে ৫২৭ টাকা।
তৃতীয় মাসে আরও কমবে সুদের অঙ্ক, ফলে জিএসটিও কমবে খানিক। ২৮৬০ টাকা সুদের উপর জিএসটি দিতে হবে ৫১৪ টাকা।
এই কারণে সুদ ছাড়াও বাড়তি অনেক টাকা শুধু জিএসটি দিতেই খরচ হয়ে যায়। এই টাকার অঙ্ক ঋণের ইএমআইয়ের মধ্যে ধরা হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -