NPS: তরুণ-যুবকদের জন্য বিশেষ সুবিধে NPS-এ, ইকুইটিতে বাড়বে বিনিয়োগ- কী বদল এল ?
আগামী ২-৩ মাসের মধ্যেই পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা PFRDA একটি নতুন লাইফ সাইকেল ফান্ড চালু করতে চলেছে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppNPS ব্যবস্থাকে তরুণ-যুবকদের মধ্যে আরও ছড়িয়ে দিতে এবং তাদের অবসরকালীন অর্থ জমাতে সাহায্য করার জন্য এই প্রয়াস করবে PFRDA। ছবি- ফ্রিপিক
PFRDA সংস্থার চেয়ারম্যান দীপক মোহান্তি জানিয়েছেন যে, এই নতুন সিস্টেমে ইকুইটি বাজারে বিনিয়োগের সুযোগ বেশি মিলবে। ছবি- ফ্রিপিক
জানা গিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একটা নতুন ব্যালান্সড লাইফ সাইকেল ফান্ড নিয়ে আসবে PFRDA যেখানে দীর্ঘমেয়াদে ইকুইটিতে বিনিয়োগ করা যাবে। ছবি- ফ্রিপিক
এখন তিন ধরনের লাইফ সাইকেল ফান্ড আছে NPS-এ। যেমন- অ্যাগ্রেসিভ অটো চয়েস, মডারেট অটো চয়েস, কনজারভেটিভ অটো চয়েস। ছবি- ফ্রিপিক
এই ধরনের ফান্ডে গ্রাহকরা নিজেদের আমানতের কতটা ইকুইটিতে, কতটা ডেট-এ রাখবেন তা নিজে বেছে নিতে পারেন। ছবি- ফ্রিপিক
এই নতুন স্কিমের অধীনে ৪৫ বছর পর্যন্ত ইকুইটিতে বিনিয়োগ করা যাবে বেশি পরিমাণে, তারপর থেকে এই পরিমাণ কমানো হবে। আগে এই বয়সসীমা ছিল ৩৫ বছর পর্যন্ত। ছবি- ফ্রিপিক
ঝুঁকি ও রিটার্নের মধ্যে ভারসাম্য রেখে অবসরের জন্য বড় অঙ্কের টাকা জমাতে এই পদ্ধতি অনেকটাই সাহায্য করবে বলে জানা গিয়েছে। ছবি- ফ্রিপিক
২০২৩-২৪ অর্থবর্ষে ৯.৭ লাখ মানুষ এনপিএস নন-গভর্নমেন্ট স্কিমে যোগ দিয়েছেন যা এই বছর ১১ লাখে পৌঁছাবে বলেই জানিয়েছে PFRDA-র চেয়ারম্যান। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -