NPS: তরুণ-যুবকদের জন্য বিশেষ সুবিধে NPS-এ, ইকুইটিতে বাড়বে বিনিয়োগ- কী বদল এল ?

NPS Life Cycle Fund: NPS ব্যবস্থাকে তরুণ-যুবকদের মধ্যে আরও ছড়িয়ে দিতে এবং তাদের অবসরকালীন অর্থ জমাতে সাহায্য করার জন্য এই প্রয়াস করবে PFRDA। চালু হবে একটি নতুন লাইফ সাইকেল ফান্ড।

ছবি- পিটিআই

1/10
আগামী ২-৩ মাসের মধ্যেই পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা PFRDA একটি নতুন লাইফ সাইকেল ফান্ড চালু করতে চলেছে। ছবি- ফ্রিপিক
2/10
NPS ব্যবস্থাকে তরুণ-যুবকদের মধ্যে আরও ছড়িয়ে দিতে এবং তাদের অবসরকালীন অর্থ জমাতে সাহায্য করার জন্য এই প্রয়াস করবে PFRDA। ছবি- ফ্রিপিক
3/10
PFRDA সংস্থার চেয়ারম্যান দীপক মোহান্তি জানিয়েছেন যে, এই নতুন সিস্টেমে ইকুইটি বাজারে বিনিয়োগের সুযোগ বেশি মিলবে। ছবি- ফ্রিপিক
4/10
জানা গিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একটা নতুন ব্যালান্সড লাইফ সাইকেল ফান্ড নিয়ে আসবে PFRDA যেখানে দীর্ঘমেয়াদে ইকুইটিতে বিনিয়োগ করা যাবে। ছবি- ফ্রিপিক
5/10
এখন তিন ধরনের লাইফ সাইকেল ফান্ড আছে NPS-এ। যেমন- অ্যাগ্রেসিভ অটো চয়েস, মডারেট অটো চয়েস, কনজারভেটিভ অটো চয়েস। ছবি- ফ্রিপিক
6/10
এই ধরনের ফান্ডে গ্রাহকরা নিজেদের আমানতের কতটা ইকুইটিতে, কতটা ডেট-এ রাখবেন তা নিজে বেছে নিতে পারেন। ছবি- ফ্রিপিক
7/10
এই নতুন স্কিমের অধীনে ৪৫ বছর পর্যন্ত ইকুইটিতে বিনিয়োগ করা যাবে বেশি পরিমাণে, তারপর থেকে এই পরিমাণ কমানো হবে। আগে এই বয়সসীমা ছিল ৩৫ বছর পর্যন্ত। ছবি- ফ্রিপিক
8/10
ঝুঁকি ও রিটার্নের মধ্যে ভারসাম্য রেখে অবসরের জন্য বড় অঙ্কের টাকা জমাতে এই পদ্ধতি অনেকটাই সাহায্য করবে বলে জানা গিয়েছে। ছবি- ফ্রিপিক
9/10
২০২৩-২৪ অর্থবর্ষে ৯.৭ লাখ মানুষ এনপিএস নন-গভর্নমেন্ট স্কিমে যোগ দিয়েছেন যা এই বছর ১১ লাখে পৌঁছাবে বলেই জানিয়েছে PFRDA-র চেয়ারম্যান। ছবি- ফ্রিপিক
10/10
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
Sponsored Links by Taboola