UPI Rule: ফোনপে, গুগলপে-তে এই কাজ আর করা যাবে না, এই ধরনের লেনদেন বন্ধ করতে নির্দেশ NPCI-এর
UPI Rule to Change: আগে ইউপিআইয়ের মাধ্যমে কারও থেকে টাকা পেলে, তার কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠানো যেত, এই সুবিধে এখন আর মিলবে না।
ইউপিআইতে আসছে এই বদল
1/9
১ অক্টোবর থেকে এই ধরনের লেনদেন আর করা যাবে না ফোনপে কিংবা গুগল-পে’র মত পেমেন্ট অ্যাপে।
2/9
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ জারি করা হয়েছে, এই লেনদেন বন্ধ করার নির্দেশিকা দেওয়া হয়েছে।
3/9
আগে ইউপিআইয়ের মাধ্যমে কারও থেকে টাকা পেলে, তার কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠানো যেত, এই সুবিধে এখন আর মিলবে না।
4/9
আগামী ১ অক্টোবর থেকে এনপিসিআইয়ের নির্দেশে এই সুবিধে বন্ধ হয়ে যাচ্ছে পিয়ার টু পিয়ার লেনদেনের ক্ষেত্রে।
5/9
বর্তমানে একজন ইউপিআই ব্যবহারকারী প্রতি লেনদেনে অন্য ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা সংগ্রহ করতে পারেন।
6/9
কোনও গ্রাহক যখন ফ্লিপকার্ট, সুইগি, আমাজনের মত ই-কমার্স সাইটে বা আইআরসিটিসি অ্যাপে ইউপিআই পেমেন্ট করার চেষ্টা করেন, তখন গ্রাহকের ইউপিআই অ্যাপে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠানো হয়।
7/9
এখানে ইউপিআই পিন বসিয়ে সাবমিট করলেই পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্দিষ্ট জায়গায় চলে যাবে।
8/9
এই কালেক্ট ফিচার্সটি মূলত তৈরি করা হয়েছিল ব্যবহারকারীদের জন্য যাতে তারা তাদের বন্ধু বা আত্মীয়দের কাছে টাকা পাওনা থাকলে আলাদা মেসেজ না পাঠিয়েই তাদের রিমাইন্ডার পাঠাতে পারেন।
9/9
ইউপিআইতে এখন একজন ব্যক্তি সর্বাধিক ৫০ বার অ্যাকাউন্টের ব্যালান্স চেক করতে পারবেন। মূলত সার্ভার ওভারলোড কমানোই এর উদ্দেশ্য।
Published at : 15 Aug 2025 05:47 PM (IST)