PM Kisan Yojana: আটকে যেতে পারে কিষাণ যোজনার ২০তম কিস্তির টাকা, ৩০ এপ্রিলের আগেই করতে হবে এই কাজ

PM Kisan Samman Nidhi Yojana: ২০১৯ সালে এই কৃষকদের জন্যই সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা। এই যোজনার অধীনে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।

কিষাণ যোজনায় এই কাজ না করলে আটকে যাবে ২০তম কিস্তির টাকা

1/9
ভারতের বেশিরভাগ মানুষ এখনও কৃষিকাজের সঙ্গে জড়িত। আর এই কৃষকদের জন্য ভারত সরকার বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে যাতে তাদের সুরাহা হয়।
2/9
২০১৯ সালে এই কৃষকদের জন্যই সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা।
3/9
এই যোজনার অধীনে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। মোট তিনটি কিস্তিতে এই টাকা আসে।
4/9
এতদিন পর্যন্ত মোট ১৯টি কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা, এবার ২০তম কিস্তির টাকার অপেক্ষা।
5/9
দেশের কোটি কোটি কৃষক এই কারণে উপকৃত হন। জুন মাসে সম্ভবত এই ২০তম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা।
6/9
তবে তার আগে কৃষকদের একটি কাজ করে রাখতে হবে। কৃষি মন্ত্রক নির্দেশ দিয়েছে সমস্ত কৃষকদের ফার্মা আইডি কার্ড করিয়ে নেওয়ার জন্য।
7/9
৩০ এপ্রিলের মধ্যেই এই ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে, নাহলে ২০তম কিস্তির টাকা আটকে যেতে পারে।
8/9
নিকটবর্তী কৃষি দফতর বা রাজস্ব দফতর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে কৃষকদের এই ফার্মার আইডি কার্ড করাতে হবে।
9/9
আধার কার্ডের মত দেখতে হবে এই ফার্মার আইডি কার্ড যা না করালে কৃষকদের কিষাণ যোজনার টাকা পেতে সমস্যা হবে।
Sponsored Links by Taboola