PM Surya Ghar: বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা মোদির, কীভাবে আবেদন করবেন ?
Solar Panel: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানুষের কল্যাণে PM Surya Ghar: Muft Bijli Yojana-র সূচনা করলাম আমরা এই প্রকল্পে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যাতে ১ কোটি বাড়িতে আলো জ্বালানো যায়, প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়'। জেনে নিন,এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সে পৌরসভা হোক বা পঞ্চায়েত।
মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন, সেই নিরিখে ইনসেন্টিভ দেওয়া হবে তাদের। এই প্রকল্পের বাস্তবায়নে কর্মসংস্থান হবে যেমন, বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় হবে এবং আয়ও বাড়বে বলে জানিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার জন্য কীভাবে আবেদন করবেন? 1 প্রথমে আপনি https://pmsuryaghar.gov.in-এ রেজিস্ট্রেশন করুন 2 এবার আপনার রাজ্য নির্বাচন করুন 3 তৃতীয় ধাপে আপনার বিদ্যুৎ কোম্পানি নির্বাচন করুন 4 এখানে আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর লিখুন 5 এবার মোবাইল নম্বর লিখুন 6 এই পর্বে ইমেইল আইডি দিন
1 এবার পোর্টাল থেকে নির্দেশ অনুসরণ করুন 2: উপভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করুন- ফর্ম অনুযায়ী রুফটপ সোলারের জন্য আবেদন করুন 3: DISCOM থেকে সম্ভাব্য অনুমোদনের জন্য অপেক্ষা করুন। একবার আপনি সম্ভাব্য অনুমোদন পেয়ে গেলে আপনার ডিসকমের রেজিস্টার্ড বিক্রেতাদের দ্বারা প্ল্যান্টটি ইনস্টল করুন
4: ইনস্টলেশন শেষ হলে প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন 5: নেট মিটার ইনস্টল করার পরে ও ডিসকম দ্বারা পরিদর্শন করার পরে পোর্টাল থেকে একটি কমিশনিং শংসাপত্র তৈরি করবে
6: একবার আপনি কমিশনিং রিপোর্ট পান। পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিন। আপনি 30 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভর্তুকি পাবেন। দেরি না করে
এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সে পৌরসভা হোক বা পঞ্চায়েত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -