PM Surya Ghar Muft Bijli Yojna: সরকারের এই স্কিমে বিনামূল্যে পাবেন বিদ্যুৎ ! এভাবে করতে হবে আবেদন
Solar Electricity Subsidy: বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টলেশনের মাধ্যমেই এই স্কিমে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুবিধে পাবেন গ্রাহকরা। ইতিমধ্যেই ১০.০৯ লক্ষ ঘরে সোলার প্যানেল লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে।
এই স্কিমে কীভাবে বিনামূল্যে পাবেন বিদ্যুৎ ?
1/9
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই বিশেষ প্রকল্প চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ২০২৫ সালের ১০ মার্চের মধ্যেই ১০ লক্ষ বাড়িতে ইনস্টল হয়েছে এই স্কিম।
2/9
বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টলেশনের মাধ্যমেই এই স্কিমে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুবিধে পাবেন গ্রাহকরা।
3/9
ইতিমধ্যেই ১০.০৯ লক্ষ ঘরে সোলার প্যানেল লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এক কোটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এই স্কিমের বিশেষ উদ্দেশ্য।
4/9
এর মধ্যে সরকারের ঘরে জমা পড়েছে ৪৭.৩ লক্ষ আবেদন। আবেদনকারীদের মধ্যে ৬.১৩ লক্ষ মানুষ মোট ৪৭৭০ কোটি টাকার ভর্তুকি পেয়েছেন।
5/9
আপনিও চাইলে এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারেন এবং সেজন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে www.pmsuryaghar.gov.in ওয়েবসাইটে।
6/9
এই স্কিমে সোলার প্যানেলের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সস্তায় বাড়িতে বাড়িতে পাওয়া যাবে। আর সোলার প্যানেল লাগানোর জন্য সরকার এক্ষেত্রে ভর্তুকিও দেবে।
7/9
১ কিলোওয়াটের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য ৭৮ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।
8/9
আর ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল লাগাতে খরচ পড়ে ৯০ হাজার টাকা, সর্বোচ্চ ক্ষমতার জন্য খরচ হবে ২ লক্ষ টাকা।
9/9
৭ শতাংশ সুদের হারে আপনি সোলার প্যানেল লাগানোর জন্য ঋণও পাবেন। আপনার সোলার প্যানেলে উৎপন্ন বিদ্যুৎ চাইলে আপনি বিক্রিও করতে পারেন। সোলার প্যানেল এই স্কিমে নিজের বাড়ির ছাদে লাগানোর ৩০ দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা চলে আসবে।
Published at : 18 Mar 2025 05:57 PM (IST)