Post Office MIS: মাসে মাসে ১০ হাজার টাকা পেতে চান ? এই স্কিমে পাবেন সুযোগ
শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে না চাইলে আপনার জন্য সবথেকে ভাল বিকল্প ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করে মাসে মাসে সুদের টাকা পেতে পারেন আপনিও। কীভাবে ? ছবি- গেটি
একটা বড় অঙ্কের টাকা একবারে এই এমআইএস অ্যাকাউন্টে জমালে তাঁর বিনিময়ে দীর্ঘ ৫ বছর ধরে মাসে মাসে নিশ্চিত রিটার্ন মেলে। ছবি- গেটি
মাত্র ১০০০ টাকা দিয়েই সিঙ্গল বা জয়েন্ট MIS অ্যাকাউন্ট খুলে ফেলা যায়। এক্ষেত্রে আপনি ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। ছবি- গেটি
সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা সর্বোচ্চ জমা করতে পারবেন MIS-এ। ছবি- গেটি
৭.৪ শতাংশ সুদের হারে আপনি যদি ৯ লাখ টাকা জমা করেন তাহলে আপনি মাসে মাসে ৫৫০০ টাকা পেতে পারেন। ছবি- গেটি
আর মাসে ১০ হাজার টাকা পেতে চাইলে আপনাকে ১৫ লাখ টাকা জমাতে হবে। তবে এর বেশি জমাতে পারবেন না। ছবি- গেটি
১৫ লাখ টাকার বিনিময়ে আপনি মাসে মাসে ৯২৫০ টাকা করে পাবেন রিটার্ন। টানা ৫ বছর পর্যন্ত এই সুবিধে পাবেন। ছবি- গেটি
তবে এই পোস্ট অফিসের MIS স্কিমের উপর আয়কর আইনের ৮০সি ধারায় কোনও কর ছাড়ের সুবিধে পাওয়া যায় না। ছবি- গেটি
৫ বছরের আগে এই MIS অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে আপনার মূলধন থেকে কিছু টাকা জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে। ছবি- গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -