Small Saving Schemes : ৭ শতাংশের বেশি সুদ , জানেন এই বেশি মুনাফার স্কিমগুলির নাম ?
কম টাকা জমিয়ে সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ভেবে দেখতে পারেন এই স্মল সেভিংস স্কিমগুলি (Small Saving Schemes)। নিম্নগামী সুদের হারের বাজারে ৭ শতাংশের বেশি ইন্টারেস্ট দিচ্ছে এর মধ্যে বেশকিছু স্কিম। জেনে নিন সেই যোজনার বিস্তারিত বিবরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১ সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account Scheme) সরকারি এই স্মল সেভিংস স্কিমের মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এই যোজনায় টাকা রাখলে বছরে ৭.৬ শতাংশ সুদ পেতে পারেন বিনিয়োগকারী। সুদের হারের ওপর ভিত্তি করে ৯ বছরে এই প্রকল্পের টাকা ডবল হয়ে যায়। তবে এই প্রকল্পের রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেই অনুযায়ী বছরে ন্যূনতম ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা করতেই হবে আমানতকারীকে। টাকা রাখার নিয়ম অনুসারে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০টাকা রাখতে পারবেন গ্রাহক। বিনিয়োগকারীকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেখানে তিনি অ্যাকাউন্ট খুলেছেন সব সময় ৫০ টাকার গুনিতকে টাকা জমা করতে হবে। সেই ক্ষেত্রে একবারের বেশি টাকা রাখতে পারেন গ্রাহক অথবা রয়েছে মাসে মাসে জমা দেওয়ার সুবিধা।
২ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম(Senior Citizen Savings Scheme) এই বাজারেও এখনও বিনিয়োগের ক্ষেত্রে জনপ্রিয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম Senior Citizen Saving Scheme (SCSS)। বছরে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায় এই স্কিমে। এই যোজনাতেও ৯ বছরে দ্বিগুণ হয়ে যায় টাকা।বিনিয়োগের পর প্রথমে ৩১মার্চ, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর এই ইন্টারেস্ট পাবেন সিনিয়র সিটেজেনরা।পরবর্তীকালে ৩১মার্চ,৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর সুদ পেতে থাকবেন আমানতকারীরা। সিনিয়র সিটিজেনদের জন্য একলপ্তে এই টাকা দিতে হবে প্রকল্পে। জমার টাকার পরিমাণ অবশ্যই ১০০০টাকার গুণিতকে জমা দিতে হবে। কোনওভাবেই এই প্রকল্পে ১৫,০০,০০০ টাকা বেশি রাখতে পারবেন না আমানতকারী।
৩ পাবলিক প্রভিডেন্ট ফান্ড(Public Provident Fund) পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে বছরে ৭.১ শতাংশ সুদ পাবেন আমানতকারী। এই যোজনায় আপনার টাকা দ্বিগুণ হতে সময় নেবে ১০ বছর। এই ক্ষেত্রে ১৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ড পাওয়ার সুযোগ পাবেন বিনিয়োগকারী। স্কিমের নিয়ম অনুসারে বছরে ন্যূনতম ৫০০টাকা ও সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা রাখতে পারবেন আমানতকারী। তবে বিনিয়োগকারী চাইলে একসঙ্গে বেশি টাকা ছাড়াও মাসে মাসে টাকা জমা দিতে পারবেন।
৪ কিষাণ বিকাশ পত্র(Kisan Vikas Patra Scheme) ৬.৯ শতাংশ সুদ পাওয়া যায় এই প্রকল্পে টাকা রেখে।টাকা দ্বিগুণ হতে সময় নেয় ১০ বছর ৪মাস। প্রকল্পের নিয়ম অনুসারে ব্যক্তিকে ন্যূনতম ১০০০টাকা বছরে রাখতেই হবে। তবে এই প্রকল্পে টাকা জমার কোনও ঊর্ধ্বসীমা নেই। টাকা জমার ক্ষেত্রে আমানতকারীকে ১০০টাকার গুণিতকে টাকা জমা করতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, এই সুদের হার পরিবর্তিত হয়, তাই লগ্নির বিষয় বর্তমান সুদের হারের বিষয়ে যাচাই করেই বিনিয়োগ করুন।
৫ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate Scheme) ৬.৮ শতাংশ ইন্টারেস্ট পাওয়া যায় পাঁচ বছরের এই সেভিংস প্ল্যানে। আমানতকারীর টাকা দ্বিগুণ হতে সময় নেয় ১০ বছরের বেশি। এই যোজনায় ১০০০টাকা রাখলে তা ৫ বছর পর ১৩৮৯.৪৯ টাকা দাঁড়াবে। সাত শতাংশ না হলেও ভালো সুদ পাওয়া যায় এই স্কিমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -