Post Office Scheme: ৫০০০ টাকা করে পেনশন পেতে চান ? পোস্ট অফিসের কোন প্রকল্পে, কত টাকা জমাবেন ?

পোস্ট অফিসের নানারকম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প আছে যেখানে ব্যাঙ্কের থেকেও বেশি সুদ পাওয়া যায়। এর মধ্যে মান্থলি ইনকাম স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এর মধ্যে মান্থলি ইনকাম স্কিমে টাকা জমালে ম্যাচিওরিটির আগে থেকেই মাসে মাসে নির্দিষ্ট হারে টাকা পাওয়া যায়। ছবি- পিটিআই

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে। এই MIS প্রকল্পে একটি সিঙ্গল অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫৫০০ টাকা মাসিক হারে পাওয়া যাবে। ছবি- পিটিআই
এখানে একবারে মোটা অঙ্কের টাকা জমালে তাঁর বিনিময়ে সেই টাকা থেকে সুদের হার ও আসল মিলিয়ে ম্যাচিওরিটির পর মাসিক হারে পেনশন পাওয়া যাবে। ছবি- ফ্রিপিক
সবথেকে কম ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করা যায় সিঙ্গল অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে। অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্টে জমা করা যায় সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা। ছবি- পিটিআই
সাধারণত ৫ বছরের ম্যাচিওরিটি পিরিয়ড থাকে মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে। অর্থাৎ আজ টাকা জমালে ৫ বছর পরে তা তুলতে পারবেন। ছবি- পিটিআই
এই সময়ের মধ্যে আপনি মাসে মাসে নির্দিষ্ট হারে টাকা পাবেন এবং ম্যাচিওরিটির পর মূল টাকাটা আমানতকারীকে ফেরত দেওয়া হবে। তারপর আর মাসে মাসে টাকা পাওয়া যাবে না। ছবি- পিটিআই
এই প্রকল্পের অধীনে আপনি যদি এক লপ্তে ১ লক্ষ টাকা জমা করেন, তাহলে মাসে মাসে আপনি ৬১৭ টাকা করে পাবেন। ছবি- ফ্রিপিক
অন্যদিকে আপনি যদি একবারে ৯ লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি মাসে মাসে ৫৫৫০ টাকা করে পেতে থাকবেন। ছবি- ফ্রিপিক
সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা করলে মাসে মাসে আপনি ৯২৫০ টাকা পর্যন্ত পেতে পারেন, তবে এটি জয়েন্ট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -