Post Office Scheme: ৫০০০ টাকা করে পেনশন পেতে চান ? পোস্ট অফিসের কোন প্রকল্পে, কত টাকা জমাবেন ?
পোস্ট অফিসের নানারকম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প আছে যেখানে ব্যাঙ্কের থেকেও বেশি সুদ পাওয়া যায়। এর মধ্যে মান্থলি ইনকাম স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মধ্যে মান্থলি ইনকাম স্কিমে টাকা জমালে ম্যাচিওরিটির আগে থেকেই মাসে মাসে নির্দিষ্ট হারে টাকা পাওয়া যায়। ছবি- পিটিআই
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে। এই MIS প্রকল্পে একটি সিঙ্গল অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫৫০০ টাকা মাসিক হারে পাওয়া যাবে। ছবি- পিটিআই
এখানে একবারে মোটা অঙ্কের টাকা জমালে তাঁর বিনিময়ে সেই টাকা থেকে সুদের হার ও আসল মিলিয়ে ম্যাচিওরিটির পর মাসিক হারে পেনশন পাওয়া যাবে। ছবি- ফ্রিপিক
সবথেকে কম ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করা যায় সিঙ্গল অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে। অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্টে জমা করা যায় সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা। ছবি- পিটিআই
সাধারণত ৫ বছরের ম্যাচিওরিটি পিরিয়ড থাকে মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে। অর্থাৎ আজ টাকা জমালে ৫ বছর পরে তা তুলতে পারবেন। ছবি- পিটিআই
এই সময়ের মধ্যে আপনি মাসে মাসে নির্দিষ্ট হারে টাকা পাবেন এবং ম্যাচিওরিটির পর মূল টাকাটা আমানতকারীকে ফেরত দেওয়া হবে। তারপর আর মাসে মাসে টাকা পাওয়া যাবে না। ছবি- পিটিআই
এই প্রকল্পের অধীনে আপনি যদি এক লপ্তে ১ লক্ষ টাকা জমা করেন, তাহলে মাসে মাসে আপনি ৬১৭ টাকা করে পাবেন। ছবি- ফ্রিপিক
অন্যদিকে আপনি যদি একবারে ৯ লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি মাসে মাসে ৫৫৫০ টাকা করে পেতে থাকবেন। ছবি- ফ্রিপিক
সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা করলে মাসে মাসে আপনি ৯২৫০ টাকা পর্যন্ত পেতে পারেন, তবে এটি জয়েন্ট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -