Post Office Schemes: না জানলেই জরিমানা ! পোস্ট অফিসের কোন স্কিমে কি 'লক ইন পিরিয়ড জানেন' ?

Post Office Schemes

1/9
সরকারি আর্থিক সুরক্ষার পাশাপাশি নিশ্চিত লাভের সুবিধা দেয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। সেই কারণে দেশের বিপুল সংখ্যক মানুষ এখনও পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আস্থা রাখেন।
2/9
অনেক সময় পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করলেও মেয়াদপূর্তির আগেই সেই টাকা তুলতে হয়। সেই ক্ষেত্রে বেশিরভাগ পোস্ট অফিসের স্কিমে মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা রয়েছে।
3/9
পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, অনেক ছোট সঞ্চয় প্রকল্পে, পোস্ট অফিস ম্যাচিউরিটি পিরিয়ডের আগেই টাকা তোলার সুবিধা দিয়ে থাকে। জেনে নিন, কোন প্রকল্পে কতদিনের 'লক ইন পিরিয়ড' ?
4/9
তবে মেয়াদপূর্তির আগে পিপিএফ অ্যাকাউন্ট থেকে তোলার কিছু নিয়ম রয়েছে। জরুরি অবস্থা যেমন গুরুতর অসুস্থতার ক্ষেত্রে, সন্তানের শিক্ষা ও বিয়ের খরচের ক্ষেত্রে PPF থেকে টাকা তুলতে পারবেন।
5/9
কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করলে, 124 মাস পর বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ হয়ে যায়। এই স্কিমে বিনিয়োগ করার পরে আপনি 2 বছর 6 মাস পরে আপনার প্রয়োজন অনুসারে টাকা তুলতে পারবেন। এই স্কিমের লক-ইন পিরিয়ড 30 মাস।
6/9
রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (Recurring Deposit Account) পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিনিয়োগকারীরা 3 বছর পরে টাকা তোলার সুবিধা পান৷ সেই ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে এই টাকা তুললে আপনি কেবল সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী সুদের সুবিধা পাবেন।
7/9
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে গ্রাহকদের মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা দেওয়া হয়। এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল 5 বছর। তবে আপনি চাইলে এক বছর পরে এই টাকা তুলে নিতে পারেন।
8/9
2 বছর থেকে 3 বছরের মধ্যে টাকা তুললে 2 শতাংশ জরিমানা দিতে হবে। অন্যদিকে, 3 থেকে 5 বছরের মধ্যে টাকা তোলার জন্য আপনাকে মোট অর্থের উপর 1 শতাংশ জরিমানা দিতে হয়।
9/9
পিপিএফ অ্যাকাউন্টের লক-ইন পিরিয়ড 5 বছর। এই সময়ের মধ্যে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। এর পর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।
Sponsored Links by Taboola