PPF Account: ম্যাচিওরিটির আগেই তুলতে পারবেন PPF-এর টাকা ! কীভাবে ?
সাধারণ মানুষের কাছে বিনিয়োগের অন্যতম নিশ্চিত উপায় হিসেবে অনেকেই পিপিএফে বিনিয়োগ করেন। পিপিএফে দীর্ঘমেয়াদে বিনিয়োগে ফল মেলে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিপিএফে বিনিয়োগের মাধ্যমে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। চাকরিজীবী ছাড়াও অন্যান্য ব্যক্তিরা এই পিপিএফে বিনিয়োগ করতে পারেন। ছবি- ফ্রিপিক
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে ৭.১০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সাধারণত পিপিএফের মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত এতে জমানো টাকা তোলা যায় না। ছবি- ফ্রিপিক
তবে কোনও কোনও সময় বিনিয়োগকারীদের প্রয়োজন পড়ে টাকা তোলার। তবে কি পিপিএফ থেকে মেয়াদের আগে টাকা তোলা যায় না ? ছবি- ফ্রিপিক
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমানো শুরুর দিন থেকে অ্যাকাউন্টের বয়স ৫ বছর না হওয়া পর্যন্ত আংশিক টাকা তোলা যায় না। ছবি- ফ্রিপিক
মেয়াদ শেষ হওয়ার আগে পিপিএফ থেকে টাকা তোলার জন্য মোট জমানো টাকার ৫০ শতাংশই কেবল তোলা যায়। ছবি- ফ্রিপিক
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমানোর মাধ্যমে আয়কর আইনের ৮০ সি আইনের আওতায় ১.৫০ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। ছবি- ফ্রিপিক
তবে কোনও অর্থবর্ষের শুরুতে এককালীন কিছু টাকা ৫ এপ্রিলের মধ্যে রাখেন তাহলে লাভবান হবেন আপনি। ছবি- ফ্রিপিক
প্রতি মাসের ৫ তারিখে টাকা জমালে এতে আপনি সর্বোচ্চ সুদের হারের সুবিধে পাবেন। পুরো মাসের সুদই এতে পাওয়া যায়। ছবি- ফ্রিপিক
কেউ যদি ৫ তারিখের পরে টাকা জমা করেন অ্যাকাউন্টে, তাহলে ৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে অ্যাকাউন্টের সর্বনিম্ন ব্যালান্সের উপর সুদ গণনা হবে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -