PM Kisan Maandhan Yojana: মাসে ৩০০০ টাকা পেনশন, মোদি সরকারের এই স্কিমে কী সুবিধা ?
কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদি সরকার এনেছে এই স্কিম (PM Kisan Maandhan Yojana)। এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে ৩০০০ টাকা পেনশন(Pension)। জানেন, কারা পাবে এই টাকা। কী বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2019-এ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (SMF) জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়।
60 বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম 3000 টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা ।
কোনও কৃষকের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের 50% দেওয়া হবে । এই পেনশন স্কিমটি 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে। সেই ক্ষেত্রে মাঝ বয়স (29 বছর বয়সে) প্রতি মাসে 100 টাকা করে রাখতে হবে কৃষকদের।
কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করে। বর্তমানে 19,47,588 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় নাম লিখিয়েছেন।
কীভাবে করবেন আবেদন ১ প্রথমে কৃষকদের কাছের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। ২ তালিকাভুক্তির পূর্বশর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং IFSC কোড সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে।
৩ উদ্যোক্তা আধার নম্বর, গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন। ৪ গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইন নাম নথিভুক্ত করতে হবে , যার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা দিতে হবে।
৫ সেই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হয়। ৬ গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশনের পরিমাণ দেয়।
৭ এই পর্বে একটি আপনার নাম সহ অটো ডেবিট ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করা হয়। এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য VLE স্ক্যান করা হয়। ৮ শেষে আপনি শেষ পর্বে একটি অনন্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর (KPAN) ও একটি প্রিন্টেড কিষাণ কার্ড পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -