Snowfall in Darjeeling: বাড়ি থেকে গাড়ির ছাদ, কোথাও নেই বাদ, বরফে ঢেকেছে দার্জিলিং
ফের মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, তুষারপাতের সম্ভাবনার কথা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এবার সেই সম্ভাবনার কথা মিলিয়েই তুষারপাত হয়েছে শৈলশহর দার্জিলিংয়ে।
বরফে ঢেকে গিয়েছে দার্জিলিংয়ের অলিগলি। বাড়ির ছাদগুলি থেকে শুরু করে গাড়ির ছাদ কোথাও বাদ নেই, সর্বত্রই জমেছে বরফ।
কালো রাস্তাগুলির ধারেও পড়ে রয়েছে বরফ। এবং বলাই বাহুল্য যতদূর চোখ যায়, আলো পড়ে চিকচিক করে ওঠে পাহাড়ও।
তুষারপাত তো হয়েইছে, সঙ্গে দোসর ঘনকুয়াশা। মূলত উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলাগুলি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এমনকি দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বছরের সবকটি ঋতুতেই সুন্দর শৈলশহর দার্জিলিং। তবে পুজোর সময় থেকে একটু করে বাড়ে পর্যটকদের সংখ্যা।
বরফে দার্জিলিংকে দেখতে উৎসাহী মানুষের সংখ্যাও কম নয়। আবার অনেকেই গরমের থেকে বাঁচতে কিংবা বৃষ্টিতে পাহাড়ে একাত্ম হতে যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -