ATM Withdrawal: ATM-এ টাকা তোলার পরে দু'বার করে ক্যান্সেল বাটন চাপেন ? এতে কি পিন চুরি হবে না ?
ATM Machine: অনেকেই ভাবেন এটিএমে টাকা তোলার পরে দু’বার করে ক্যান্সেল বাটন প্রেস করে দিলে পিন আর চুরি হবে না। এটা কি আদৌ সত্যি ?
ATM-এ টাকা তোলার পরে আপনিও দু'বার করে ক্যান্সেল বাটন প্রেস করেন ?
1/9
এটিএম লুটের ঘটনা তো ঘটেই, এটিএম মেশিন থেকে পিন চুরি করে প্রতারকদের টাকা লুটের মত অপরাধের সংখ্যাও এখন দিনে দিনে বেড়ে চলেছে।
2/9
তাই এটিএম পিন সুরক্ষিত রাখা খুবই জরুরি। সামান্য ভুলেই আপনার টাকা চুরি হতে পারে এবং আপনার অজান্তেই ঘটতে পারে দুর্ঘটনা।
3/9
এই ভয়ে অনেকেই ভাবেন এটিএমে টাকা তোলার পরে দু’বার করে ক্যান্সেল বাটন প্রেস করে দিলে পিন আর চুরি হবে না। সমাজমাধ্যমে এই নিয়ে পোস্টও ভাইরাল হয়েছে।
4/9
কিন্তু এই পোস্ট কি আদৌ সত্য ? পিআইবি ফ্যাক্ট চেক তাদের একটি পোস্টে স্পষ্ট জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক এটিএমের এই নিয়ম সংক্রান্ত কোনও বার্তা বা বিজ্ঞপ্তি জারি করেনি।
5/9
আরবিআই জানিয়েছে এটিএম মেশিনে ক্যান্সেল বাটন কেবলমাত্র লেনদেন বাতিল করার কাজে ব্যবহৃত হয়, এই বাটন হ্যাকিং বা কার্ড স্কিমিং প্রতিরোধ করে না।
6/9
এই ধরনের গুজব থেকে দূরে থাকার কথা বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। কার্ড স্কিমিং, ফিশিং-এর মাধ্যমে এখনও জালিয়াতি চলছে দেশে।
7/9
তাই সতর্ক থাকতে এটিএম মেশিনে কার্ড স্লটে কার্ড ঢোকানোর আগে কিপ্যাড সহ অন্যত্র মেশিনে কোথাও কোনও ডিভাইস লাগানো আছে কিনা যাচাই করুন।
8/9
এটিএমে লেনদেনের জন্য এসএমএস ও ইমেলের উপরে নজর রাখুন। কোনও অবৈধ লেনদেন হলে আপনার ফোনে মেসেজ আসবে।
9/9
যদি আপনার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে তা সত্বর ব্লক করান।
Published at : 20 Aug 2025 01:11 PM (IST)