Property Gifting Rules: বাড়ি-ফ্ল্যাট উপহার দিতে চাইছেন কাউকে ? কী কী নিয়ম মানতে হবে ?

Property Gifting: কেউ কেউ ঘড়ি, জামা-কাপড়, গাড়ি-বাইকও উপহার দেন। আবার অনেকে স্থায়ীভাবে থাকার জন্য বাড়ি কিংবা ফ্ল্যাট কিনে উপহার দেন। যেভাবে খুশি আপনি বাড়ি ফ্ল্যাট কাউকে উপহার দিতে পারেন না।

প্রপার্টি উপহারের নিয়ম কী ?

1/10
জন্মদিন, বিয়ে কিংবা বিবাহ বার্ষিকী কিংবা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে অনেকেই উপহার দেন প্রিয়জনদের।
2/10
কেউ কেউ ঘড়ি, জামা-কাপড়, গাড়ি-বাইকও উপহার দেন। আবার অনেকে স্থায়ীভাবে থাকার জন্য বাড়ি কিংবা ফ্ল্যাট কিনে উপহার দেন।
3/10
যেভাবে খুশি আপনি বাড়ি ফ্ল্যাট কাউকে উপহার দিতে পারেন না। ভারতে এই বিশেষ উপহার দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।
4/10
আপনি সেই বাড়িটাই উপহার দিতে পারবেন যার অনারে আপনার নিজের নাম রেজিস্টার করানো আছে। অর্থাৎ আপনি সম্পত্তির মালিক হলে তবেই তা উপহার দেওয়া যাবে।
5/10
প্রপার্টি উপহার দেওয়ার জন্য ভারতে রয়েছে সম্পত্তি হস্তান্তর আইন। এই আইনের ১২২ ধারা অনুসারে প্রপার্টি উপহার দিলে নিজের সম্পত্তির মালিক হিসেবে অন্য কাউকে নিবন্ধীত করানো।
6/10
এর বিনিময়ে সেই ব্যক্তির থেকে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। এই উপহার দেওয়ার জন্য একটি গিফট ডিড (উপহার দলিল) বানাতে হবে।
7/10
এই দলিল সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে নিবন্ধীত করাতে হবে। স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে তা খতিয়ে দেখবেন আধিকারিক।
8/10
গিফট ডিডে যাকে উপহার দিচ্ছেন তাঁর নাম ও সম্মতিসূচক স্বাক্ষর থাকা দরকার। আইন অনুসারে উপহার দেওয়া প্রপার্টি বিশেষ পরিস্থিতিতে আপনি ফেরতও নিতে পারেন।
9/10
সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে যাকে উপহার দেওয়া হচ্ছে তিনি যদি আপনার ইচ্ছামাফিক কাজ সম্পূর্ণ না করেন, সেই উপহার ফেরত নেওয়া যায় আইনি ক্ষমতায়।
10/10
উপহার দলিল নিবন্ধনের আগে সমস্ত স্ট্যাম্প ডিউটি শোধ করা দরকার। আর ঋণ নিয়ে কেনা প্রপার্টি উপহার দেওয়া যাবে না।
Sponsored Links by Taboola