Public Provident Fund : প্রভিডেন্ট ফান্ডেও আছে এই সুবিধা, আপনি জানেন কি ?
কোভিডকালে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে স্বল্প সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। চাকরি হারিয়ে এখন সংসার চালাতে পিপিএফ-ই ভরসা বহু মানুষের। জানেন কোন-কোন ক্ষেত্রে ম্যাচুরিটির আগেই PPF অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন আপনি ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের সঞ্চয়ের ইতিহাস বলছে, ঝুঁকিবিহীন রিটার্নের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এর জুড়ি মেলা ভার। ঝুঁকিহীন রিটার্নের সঙ্গে এই স্কিমে রয়েছে আয়কর ছাড়ের সুবিধা। বর্তমানে ১৫ বছরের ম্যাচুরিটি মেয়াদের ভিত্তিতে ৭.২১ শতাংশ সুদ দিচ্ছে পিপিএফ। তবে কিছু ক্ষেত্রে ম্যাচুরিটির সময়ের আগেই টাকা তুলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন গ্রাহকরা।
PPF-এর নিয়ম কী বলছে ? বিজনেস পাবলিকেশন মিন্ট বলছে, মেয়াদের আগেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে ৫ বছরের পূর্ণ অর্থবর্ষ কমপ্লিট করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে। এ বিষয়ে মুম্বইয়ের ট্যাক্স ও ইনভেস্টমেন্ট এক্সপার্ট বলবন্ত জৈনের বক্তব্যের উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যেখানে তিনি জানিয়েছেন, কোনও ব্যক্তি নিজের উচ্চশিক্ষার জন্য টাকা প্রয়োজন হলে এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। একই সুযোগ দেওয়া হয়েছে তাঁর সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও। সন্তানদের উচ্চশিক্ষার জন্য অ্যাকাউন্ট ক্লোজের সুযোগ পাবেন অ্যাকাউন্ট হোল্ডার। এ ছাড়াও রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পরিবর্তন হলেও PPF অ্যাকাউন্ট বন্ধের সুযোগ পাবেন ব্যক্তি।
তবে মেয়াদের আগে এই অ্যাকাউন্ট বন্ধ করলে সুদের পরিমাণ সেই সময়ের ভিত্তিতেই দেওয়া হবে। এ ক্ষেত্রেও অ্যাকাউন্ট হোল্ডারকে ৫ বছর (পূর্ণ অর্থবর্ষ) অ্যাকাউন্ট চালালে তবেই এই সুযোগ দেওয়া হয়। যদিও অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে তাঁর নমিনি ৫ পূর্ণ অর্থবর্ষের আগেই এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। এমনকী পুরো ১০০ শতাংশ পিপিএফ অ্যামাউন্ট তুলে নিতে পারবেন তিনি। মিন্ট-এর রিপোর্টে জিতেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, প্রি ম্যাচিয়র পিপিএফ-এর ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারকে ১ শতাংশ কম সুদ দেয় কর্তৃপক্ষ।
মেয়াদের আগেই পিপিএফ অ্যাকাউন্ট কীভাবে বন্ধ করা যায় ? ১ পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে এই কাজ করা যায়। ২ পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পরিবর্তন হলে মেয়াদের আগেই অ্যাকাউন্ট বন্ধ করা যায়। ৩ কোনও কারণে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের জীবনের ঝুঁকি রয়েছে এমন রোগ হলে এই অ্যাকাউন্ট আগেই বন্ধ করা যায়। অ্যাকাউন্ট হোল্ডারের জীবনসঙ্গী বা নির্ভরশীল ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ৪ অ্যাকাউন্ট হোল্ডার বা তাঁর সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই অ্যাকাউন্ট ম্যাচিওরিটির আগেই বন্ধ করা যায়।
** মনে রাখতে হবে, মৃত্যুর ক্ষেত্রে ৫ বছরের আগেও অ্যাকাউন্ট বন্ধের সুবিধা থাকলেও বাকি অপশনগুলিরে ক্ষেত্রে ৫ অর্থবর্ষ পূরণ করা বাধ্যতামূলক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -