PPF Rules: পিপিএফে বদলে যাচ্ছে এই তিন নিয়ম, ১ অক্টোবর থেকে বদল
এখানে টাকা রেখে আপনিও লাভবান হতে পারেন। অবসরে মোটা টাকা (Retirement Planning) হিসাবেও এই অ্যাকাউন্টকে অনেকে ব্যবহার করেন। এবার এই পিপিএফের (PPF) নিয়মেই আসতে চলেছে বদল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশিকাগুলি অপ্রাপ্তবয়স্কদের নামে পোস্ট অফিস, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট এবং জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মাধ্যমে এনআরআইদের জন্য পিপিএফ অ্যাকাউন্ট সম্প্রসারণ সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তন করেছে।
অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত 3 টি নিয়মে পরিবর্তন করেছে। 21 আগস্ট, 2024-এ এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছিল। নতুন নিয়ম 1 অক্টোবর, 2024 থেকে কার্যকর হবে।
সার্কুলার অনুসারে, অনিয়মিত ছোট সঞ্চয় অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করার ক্ষমতা অর্থ মন্ত্রকের কাছে রয়েছে। তাই এসব সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থ মন্ত্রকে পাঠাতে হবে।
অপ্রাপ্তবয়স্করা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলির জন্য নাবালকের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে।
এর পর তাকে পুরো সুদের হার দেওয়া হবে। নাবালকের বয়স 18 বছর হওয়ার তারিখ থেকে এই ধরনের অ্যাকাউন্টের ম্যাচুরিটির সময়কাল বিবেচনা করা হবে।
অর্থ মন্ত্রকের মতে, যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তবে স্কিমের সুদের হার অনুসারে প্রাথমিক অ্যাকাউন্টকে ধরা হবে। দ্বিতীয় অ্যাকাউন্টের টাকা প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
এ ছাড়া প্রাথমিক ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হবে না। NRI PPF অ্যাকাউন্টে, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের মতোই 30 সেপ্টেম্বর পর্যন্ত সুদ দেওয়া হবে। এর পর তারা কোনো সুদ পাবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -