Radhika Merchant: অনন্ত অম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টের রয়েছে প্রচুর সম্পত্তি, তাঁর মোট সম্পদ জানলে অবাক হবেন

অনন্ত অম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টের রয়েছে প্রচুর সম্পত্তি, তাঁর মোট সম্পদ জানলে অবাক হবেন

Anant Ambani, Radhika Merchant

1/10
Radhika Merchant: দেশের প্রবীণ ব্যবসায়ী মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি সম্প্রতি রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান করেছেন। অম্বানি পরিবারের ছোটবউ রাধিকা মার্চেন্ট সবসময়ই খবরের শিরোনামে থাকেন ।
2/10
Radhika Merchant Net Worth: অনন্ত অম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্ট একজন শিক্ষিত মহিলা। তিনি এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও শেহলা মার্চেন্টের কন্যা।
3/10
তার প্রাথমিক পড়াশোনা মুম্বইতে হয়েছিল। তারপরে উচ্চশিক্ষার জন্য তিনি নিউইয়র্কে যান ও সেখানকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন।
4/10
রাধিকা মার্চেন্ট ধনী বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তিনি বর্তমানে তাঁর পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।
5/10
মিডিয়া রিপোর্ট বলছে, রাধিকা মার্চেন্টের মোট সম্পত্তির পরিমাণ ৮ থেকে ১০ কোটি টাকা।
6/10
অন্যদিকে, দেশের শীর্ষ ধনী ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন রাধিকার বাবা বীরেন মার্চেন্ট। তার মোট সম্পদের পরিমাণ ৭৫৫ কোটি টাকা।
7/10
ব্যবসার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব পছন্দ করেন রাখিকা। তিনি ভরতনাট্যম নৃত্যশিল্পী। এর পাশাপাশি, তিনি বই পড়তে ও লিখতে পছন্দ করেন।
8/10
অনন্ত অম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টের রয়েছে প্রচুর সম্পত্তি,তাঁর মোট সম্পদ জানলে আপনিও অবাক হবেন
9/10
অনন্তের আগে, মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির বিয়েও লাইমলাইটে ছিল এবং নীতা আম্বানি তার বড় পুত্রবধূকে অনেক ধুমধাম করে স্বাগত জানিয়েছিলেন।
10/10
আকাশ আম্বানির স্ত্রী শ্লোকাও তার শালীন জীবনযাপনের জন্য পরিচিত। মিডিয়ার শিরোনামে থাকেন তিনিও
Sponsored Links by Taboola