Ration Card: রেশন প্রকল্প থেকে বাদ পড়েছে আপনার নাম ? কীভাবে যাচাই করবেন ?
দেশের মানুষের সুবিধার্থে ভারত সরকার বহু জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে থাকে সারা দেশ জুড়ে, তার মধ্যে একটি অন্যতম হল রেশন প্রকল্প।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিনে দুবেলা ভালমত খাওয়া জোটে না বহু মানুষের, তাদের কথা মাথায় রেখে বিনামূল্যে চাল, গম ইত্যাদি সামগ্রী দেওয়া হয় রেশন প্রকল্পে।
সরকারের পক্ষ থেকে এই মানুষদের জন্য রেশন কার্ড দেওয়া হয় যার মাধ্যমে সরকারি সুবিধে পেয়ে থাকেন তারা।
তবে এই রেশন কার্ড পাওয়ার জন্য কিছু বিশেষ নির্ণায়ক যোগ্যতা থাকতে হবে ব্যক্তির। যে সমস্ত ব্যক্তির রেশন কার্ড আছে তাদের ই-কেওয়াইসি করাতে হবে।
তা নাহলে রেশন প্রকল্প থেকে নাম বাদ যাবে সেই ব্যক্তির। এই বছর ৩১ ডিসেম্বরের মধ্যেই করে নিতে হবে ই-কেওয়াইসি।
এর আগেও দু'বার এই ডেডলাইন বর্ধিত করেছে কেন্দ্র সরকার। তবে এবার আর সময়সীমা বাড়ানো হবে না বলেই জানা যাচ্ছে।
ফলে যে সমস্ত ব্যক্তিদের ই-কেওয়াইসি করানো নেই, তাদের রেশন প্রকল্প থেকে নাম বাদ যাবে। কীভাবে যাচাই করবেন আপনার রেশন কার্ডে এই কাজ করানো আছে কিনা ?
ঘরে বসে অনলাইনেই এই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যাবে। এর জন্য আপনাকে ন্যাশনাল ফুড সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট তথ্য দিয়ে নিজের রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করা যাবে। এখান থেকেই জানা যাবে আপনার নাম রেশন প্রকল্পে আছে কিনা।
অনেকে ভুয়ো নথি ও তথ্য দিয়ে এই রেশন কার্ড করিয়ে প্রকল্পের সুবিধে নিচ্ছেন। এই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে কেন্দ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -