Reliance Power Share: ১০ মাসে টাকা দ্বিগুণ করেছে এই শেয়ার, এখন ৩০ শতাংশ পতনে- কী করলে লাভ ?
অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারের স্টকের দাম বেশ কয়েকদিন ধরেই পতনের সম্মুখীন হচ্ছে। বাজারে সামগ্রিক পতন এসেছে বিগত ৫টি ট্রেডিং সেশনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থা দারুণ মুনাফা করেছে। কিন্তু তারপরেও সর্বোচ্চ স্তর থেকে ১৮ শতাংশ পড়ে গিয়েছে এই স্টকের দাম।
এই বছর জানুয়ারি মাসে স্টকের দাম ছিল ২৩ টাকার কাছাকাছি, অক্টোবর মাসে এই স্টকের দাম হয়ে যায় ৫৩ টাকা।
১০ মাসের মধ্যে এই স্টকে বিনিয়োগ হয়ে গিয়েছে দ্বিগুণ। কিন্তু অক্টোবরের পর থেকেই দাম কমেছে এই শেয়ারের।
এখন এই রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ৫৩ টাকা থেকে কমে এসে দাঁড়িয়েছে ৩৬ টাকায়। আরও পতন সামনে ?
প্রাথমিকভাবে সোনার এনার্জি কর্পোরেশন এই সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে কানারা ব্যাঙ্কও এই সংস্থার সমস্ত অ্যাকাউন্টকে জাল বলে ঘোষণা করে।
আর এই কারণে বাজারে নেতিবাচক প্রভাব এসেছে অনিল অম্বানির রিলায়েন্স পাওয়ার সংস্থার উপর, ফলে দামও কমেছে শেয়ারের।
এই পরিস্থিতিতে কী করবেন ? শেয়াররের দাম কি আরও বাড়বে ? বিশেষজ্ঞরা বলছেন আগামীতে বাজারে আরও কারেকশন আসতে পারে। এই সংস্থার উপরেও বহু অভিযোগ এসেছে। ফলে শেয়ারে বিনিয়োগ নিজের সিদ্ধান্তের উপর।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -