Virus Attack: আপনার কম্পিউটারের ভাইরাস থাকলে, নিতে পারেন সরকারি সুরক্ষা
ডিজিটালাইজেশনের যুগে দেশে বেড়েই চলেছে সাইবার ক্রাইমের ঘটনা। স্ক্যামার ও হ্যাকাররা বিভিন্ন উপায়ে মানুষকে প্রতারিত করছে। অনেক সময় কোনও কল বা এসএমএস না পেয়েও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গোপন ডেটা চুরি হয়ে যায়। আসলে ম্যালওয়ারের কারণে হয় এই বিপত্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযা তাদের সিস্টেমে ইনস্টল হয়ে গিয়ে দূরের সার্ভারে ডেটা পাঠায়। ম্যালওয়্যার যেকোনও উপায়ে সিস্টেমে প্রবেশ করতে পারে।
আপনি যদি তৃতীয় পক্ষের ওয়েবসাইট, পাইরেটেড সফ্টওয়্যার, প্রাপ্তবয়স্কদের সাইট ইত্যাদির মতো কোনও সন্দেহজনক ওয়েবসাইট দেখেন। সেই ক্ষেত্রে এটি আপনার মোবাইল বা ডেস্কটপে ইনস্টল হয়ে যেতে পারে। আপনি এর সম্পর্কে জানতেও পারবেন না।
এই মুহুর্তে, লোকেরা হোয়াটসঅ্যাপেও প্রতারণা সম্পর্কিত বার্তা পাচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ কমাতে ভারত সরকার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে একটি নিরাপত্তা সংস্থা গঠন করেছে যা এই ধরনের স্ক্যাম সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে।
এটি বিভিন্ন ওয়েবসাইট পর্যবেক্ষণ ও নতুন হুমকি সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এই সংস্থার নাম সাইবার স্যানিটেশন সেন্টার। আপনি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও তথ্য পেতে পারেন।
এই ওয়েবসাইটটি সিস্টেমকে ম্যালওয়্যার ও বট থেকে রক্ষা করার জন্য কিছু পরামর্শ দেয়৷ এর মধ্যে রয়েছে eScan অ্যান্টিভাইরাস, K7 সিকিউরিটি এবং কুইক হিল।
আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে ম্যালওয়্যার ইত্যাদি সরাতে চান, তাহলে M-Kavach 2 এবং eScan অ্যান্টিভাইরাস ডাউনলোড করুন। M-Kavach 2 আইটি-এর অধীনে C-Dac হায়দ্রাবাদে তৈরি করা হয়েছে।
এটি সাইবার হাইজিন সেন্টার CERT-IN এর একটি অংশ। এই এজেন্সিটি বট ও ম্যালওয়্যার সনাক্ত করতে ও তাদের সিস্টেম থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষকে সচেতন করে।
সংস্থাটি অ্যাপ ও মেসেজের মাধ্যমে সবাইকে ম্যালওয়্যার সম্পর্কে অবহিত করে ও কীভাবে এটি সরানো যায় সেই সম্পর্কে তথ্য সরবরাহ করে।
Fraud Calls: অজানা নম্বর থেকে ফোন এলে তুলবেন না। হতে পারে বড় বিপদ ! সম্প্রতি দেশের সব মোবাইল ও টেলিফোন গ্রাহকদের উদ্দেশে এই বার্তা দিয়েছে সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -