Rolls-Royce: গাড়ির দাম শুনে আঁতকে উঠবেন ! সার্ভিসিং করাতে কত খরচ রোলস রয়েসের

Most Expensive Cars: বিলাসবহুল এই গাড়ির স্বপ্ন দেখেন অনেকেই।এই গাড়ির সার্ভিস কস্টে কিনে ফেলতে পারবেন একটি ভাল বাইক।

Rolls Royce

1/8
বিলাসবহুল এই গাড়ির স্বপ্ন দেখেন অনেকেই। ভারতে বলিউড সুপারস্টার অভিতাভ বচ্চন ছাড়াও বেশকিছু শিল্পপতির গ্যারাজে রয়েছে এই গাড়ি। এই গাড়ির সার্ভিস কস্টে কিনে ফেলতে পারবেন একটি ভাল বাইক।
2/8
বিলাসবহুল এই গাড়ির স্বপ্ন দেখেন অনেকেই। ভারতে বলিউড সুপারস্টার অভিতাভ বচ্চন ছাড়াও বেশকিছু শিল্পপতির গ্যারাজে রয়েছে এই গাড়ি। এই গাড়ির সার্ভিস কস্টে কিনে ফেলতে পারবেন একটি ভাল বাইক।
3/8
রোলস রয়েসের দাম বেশি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ গাড়ির কাস্টমাইজেশন। আসলে, এই ব্র্যান্ডটি তার গ্রাহকদের গাড়িতে কাস্টমাইজেশনের সুবিধা দেয়।
4/8
অর্থাৎ, আপনি এই গাড়িতে রঙ, টায়ার, সিট, ড্যাশবোর্ড বা যা খুশি পেতে পারেন। এমনকী রোলস-রয়েস তার গ্রাহকদের বাইরের পাশাপাশি ভিতরের নকশা পরিবর্তনের সব ধরনের সুবিধা দেয়।
5/8
রোলস রয়েস গ্রাহকদের জন্য ৪৪ হাজার রঙের অপশন দেয়। যার মানে আপনি যেকোনও রং বেছে নিতে পারেন এই গাড়ির জন্য। চাইলেই আপনি সেই রঙের গাড়িটি পাবেন। অন্য কোনও গাড়িতে আপনি এই বৈশিষ্ট্যটি কমই দেখতে পাবেন।
6/8
এমনকী আপনি চাইলেও কোম্পানি আপনাকে সোনার প্রলেপ দেওয়া পুরো গাড়ি দিতে পারে। এই গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য, পুরো সেডানটাই কোম্পানির কর্মীরা নিজের হাতে করেন।
7/8
দামি গাড়ি হওয়ায় এটা স্বাভাবিক যে এর সার্ভিসিং চার্জ কম হবে না। প্রথমত, আপনি এই গাড়িটির সার্ভিসিং প্রতিটি শহরে পাবেন না। আপনি যদি ভারতে থাকেন তবে এখানে আপনাকে পরিষেবার জন্য একটি বড় শহরে যেতে হবে।
8/8
আমরা যদি এই গাড়ির সার্ভিসিং চার্জের কথা বলি, তাহলে কার ব্লগ ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটের মতে, এই গাড়িটির সার্ভিসিংয়ের জন্য একসঙ্গে প্রায় ৮০ হাজার টাকা দিতে হবে। বর্তমানে এই টাকায় একটি ১২৫ সিসির বাইক কিনতে পারবেন আপনি।image 8
Sponsored Links by Taboola